হোম > জাতীয়

আদালতের কাছে ন্যায়বিচার দাবি করলেন সাবেক আইজিপি শহীদুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালতের কাছে ন্যায়বিচার দাবি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ বুধবার সকালে ঢাকার মহানগর হাকিম আক্তারুজ্জামানের আদালতে রিমান্ড শুনানির সময় তিনি এই দাবি করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোতারুজ্জামান এই রিমান্ডের আবেদনে বলেন, ‘আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল রহস্য উদ্‌ঘাটন করা প্রয়োজন। দুজনের পক্ষেই আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদনের ওপর শুনানি করেন। আদালত শহীদুল হককে ৭ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। 

রিমান্ড শুনানির একপর্যায়ে শহীদুল হক আদালতকে বলেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। হত্যা তো দূরের কথা, এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আদালতের কাছে আমি ন্যায়বিচার চাই।’ 

তাঁকে অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে বলেও তিনি আদালতকে বলেন। তিনি আরও বলেন, ‘আমি পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলেছি। আমি চেষ্টা করেছি জনগণ যাতে পুলিশের হাতে হয়রানির শিকার না হয়, সে ধরনের বাহিনী গড়ে তুলতে।’

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে: শফিকুল আলম

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী