হোম > জাতীয়

আদালতের কাছে ন্যায়বিচার দাবি করলেন সাবেক আইজিপি শহীদুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালতের কাছে ন্যায়বিচার দাবি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ বুধবার সকালে ঢাকার মহানগর হাকিম আক্তারুজ্জামানের আদালতে রিমান্ড শুনানির সময় তিনি এই দাবি করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোতারুজ্জামান এই রিমান্ডের আবেদনে বলেন, ‘আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল রহস্য উদ্‌ঘাটন করা প্রয়োজন। দুজনের পক্ষেই আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদনের ওপর শুনানি করেন। আদালত শহীদুল হককে ৭ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। 

রিমান্ড শুনানির একপর্যায়ে শহীদুল হক আদালতকে বলেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। হত্যা তো দূরের কথা, এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আদালতের কাছে আমি ন্যায়বিচার চাই।’ 

তাঁকে অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে বলেও তিনি আদালতকে বলেন। তিনি আরও বলেন, ‘আমি পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলেছি। আমি চেষ্টা করেছি জনগণ যাতে পুলিশের হাতে হয়রানির শিকার না হয়, সে ধরনের বাহিনী গড়ে তুলতে।’

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী