হোম > জাতীয়

আদালতের কাছে ন্যায়বিচার দাবি করলেন সাবেক আইজিপি শহীদুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালতের কাছে ন্যায়বিচার দাবি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ বুধবার সকালে ঢাকার মহানগর হাকিম আক্তারুজ্জামানের আদালতে রিমান্ড শুনানির সময় তিনি এই দাবি করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোতারুজ্জামান এই রিমান্ডের আবেদনে বলেন, ‘আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল রহস্য উদ্‌ঘাটন করা প্রয়োজন। দুজনের পক্ষেই আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদনের ওপর শুনানি করেন। আদালত শহীদুল হককে ৭ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। 

রিমান্ড শুনানির একপর্যায়ে শহীদুল হক আদালতকে বলেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। হত্যা তো দূরের কথা, এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আদালতের কাছে আমি ন্যায়বিচার চাই।’ 

তাঁকে অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে বলেও তিনি আদালতকে বলেন। তিনি আরও বলেন, ‘আমি পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলেছি। আমি চেষ্টা করেছি জনগণ যাতে পুলিশের হাতে হয়রানির শিকার না হয়, সে ধরনের বাহিনী গড়ে তুলতে।’

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ