হোম > জাতীয়

আদালতের কাছে ন্যায়বিচার দাবি করলেন সাবেক আইজিপি শহীদুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালতের কাছে ন্যায়বিচার দাবি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ বুধবার সকালে ঢাকার মহানগর হাকিম আক্তারুজ্জামানের আদালতে রিমান্ড শুনানির সময় তিনি এই দাবি করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোতারুজ্জামান এই রিমান্ডের আবেদনে বলেন, ‘আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল রহস্য উদ্‌ঘাটন করা প্রয়োজন। দুজনের পক্ষেই আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদনের ওপর শুনানি করেন। আদালত শহীদুল হককে ৭ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। 

রিমান্ড শুনানির একপর্যায়ে শহীদুল হক আদালতকে বলেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। হত্যা তো দূরের কথা, এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আদালতের কাছে আমি ন্যায়বিচার চাই।’ 

তাঁকে অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে বলেও তিনি আদালতকে বলেন। তিনি আরও বলেন, ‘আমি পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলেছি। আমি চেষ্টা করেছি জনগণ যাতে পুলিশের হাতে হয়রানির শিকার না হয়, সে ধরনের বাহিনী গড়ে তুলতে।’

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল