হোম > জাতীয়

ভারতীয় কিশোরীকে অপহরণের অভিযোগে ঢাকায় কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বনগাঁও থেকে অপহৃত এক কিশোরীকে (১৪) রাজধানীর টঙ্গী থেকে উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন) ১১ উত্তরা। অপহরণের অভিযোগে বাংলাদেশের নাগরিক এক কিশোরকে (১৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এপিবিএন ১১ উত্তরার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কাজী রুবাইয়াত রুমী।

কাজী রুবাইয়াত রুমী জানান, বাংলাদেশের ভারতীয় দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, এক কিশোরীকে অপহরণের অভিযোগে বাংলাদেশের নাগরিক এক কিশোরের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বনগাঁও দেবগড় গ্রামের প্রদীপ পাল। তিনি ওই কিশোরীর বাবা। কিশোরীর বাবা দাবি করেন, তাঁর মেয়ে ঢাকার আশপাশে কোথাও আছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তির সহায়তায় টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ধারায় একটি মামলা করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকামিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা