হোম > জাতীয়

৩৮ ঘণ্টা পর চালু হলো এনআইডি সার্ভার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রক্ষণাবেক্ষণের কাজ করায় প্রায় ৩৮ ঘণ্টা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সার্ভার বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। ৩৮ ঘণ্টা পর দুপুর ২টায় পুরোদমে চালু হয়েছে সার্ভার। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ একে এম হুমায়ূন কবীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ৷

এ একে এম হুমায়ূন কবীর বলেন, ‘আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি কিছু সময়ের জন্য সার্ভারের মেইনটেন্যান্স  (রক্ষণাবেক্ষণ) ও অন্য কিছু কারণের জন্য সার্ভার বন্ধ রেখেছিলাম। আনন্দের সঙ্গে জানাচ্ছি সার্ভার আমরা ওপেন করে দিয়েছি। আমাদের মেইনটেন্যান্স (রক্ষণাবেক্ষণ) আর পত্রিকায় দেখেছিলাম ১৫ আগস্ট এ সময়ে সার্ভারে থ্রেট আসতে পারে। আমরা চিন্তা করলাম জাতীয় তথ্যভান্ডার যদি হ্যাক হয় বা অন্য কিছু হয় তাহলে তো আমাদের রিকভার  করতে হবে। আমাদের ওপর কোনো থ্রেট নেই। আমাদের সেবা ১৭১ প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ পেয়ে থাকে।’

সার্ভারে কোনো লুফলস দেখতে পেলে অবশ্যই জাতির স্বার্থে বসে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন সব সময় চেষ্টা করে এটা সচল রাখার জন্য।

১৪ আগস্ট রাত ১২টার পর সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘যখন আমাদের ম্যাসেজ আসল কিছু হুমকি আসতে পারে। তখনই বন্ধ করা হয়েছে। আজকে ২টায় চালু করেছি।’

হ্যাক করার চেষ্টা হয়েছে কিনা জানতে চাইলে আইডিইএ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, ‘আমরা কিছু থ্রেট দেখেছি। মাইনর ইন নেচার। এই থ্রেটটা দেখেছি যেটা নেগোসিয়েশন করার মতো। আজ থ্রেটগুলো দেখেছি সেটা মূল্যায়ন করেছি। আমরা দেখতে পাচ্ছি, এটা নেগোশিয়েট করা হয়েছে। দুইটা থেকে ফুল রান করছে। এখন পুরোপুরি সুরক্ষিত।’

১৭১টি সেবাগ্রহণকারী প্রতিষ্ঠানকে সার্ভার বন্ধ থাকার বিষয়টি জানানো হয়েছে জানিয়ে এনআইডি ডিজি বলেন, ‘সাধারণকে যদি বলি তাহলে প্যানিক সৃষ্টি হতে পারে। প্যানিকটাকে মিনিমাইজ করার জন্য আজকে সকালেই চালুর চেষ্টা করেছিলাম। চালু করতে গেলে সব চেক করেছি। সাধারণের কষ্ট খুবই সামান্য।’

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা