হোম > জাতীয়

শেখ রেহানার ছেলে ববির বিরুদ্ধে এবার ৩ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাদওয়ান মুজিব সিদ্দিক। ছবি: সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে প্লট বরাদ্দের মামলার পর এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরও একটি মামলায় আসামি করা হয়েছে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে। নতুন এই মামলায় তাঁর বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে আজ রোববার সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন এই মামলা করেন। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, রাদওয়ান মুজিব ববি নিজের নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে নিজের তিনটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন তিনি।

এই মামলায় তাঁর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত ১০ মার্চ পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে ৬০ কাঠা প্লট বরাদ্দের প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ মন্ত্রণালয়ের ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক আটটি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক। এর মধ্যে রাদওয়ান মুজিবের বিরুদ্ধেও অভিযোগপত্র দেওয়া হয়।

এর আগে গত জানুয়ারিতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১০ কাঠা করে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে পৃথক ছয়টি মামলা করে দুদক। শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানার পরিবারের নামে ছয়টি মামলা করা হয় সে সময়।

এই ছয় মামলায়ই শেখ হাসিনা ও তিনটি মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে আসামি করা হয়।

নতুন দেশের জন্য এল প্রথম স্বীকৃতি

অন্তঃসত্ত্বা সোনালীকে অবশেষে বিএসএফের কাছে হস্তান্তর করল বিজিবি

খালেদা জিয়ার লন্ডন যাত্রায় জটিলতা

লুট হওয়া ভারী অস্ত্র বাইরে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান