হোম > জাতীয়

যথার্থ ব্যক্তিকে মূল্যায়ন করেছে জাতিসংঘ: মতিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ ‘মুকুট মণি’ উপাধিকে যথার্থ ব্যক্তিকে মূল্যায়ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, জাতিসংঘ যে এসডিজি অগ্রগতি পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন তা যথার্থ জায়গায় মূল্যায়ন হয়েছে। 

আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের দেওয়া এসজিডি অগ্রগতি পুরস্কার ও ক্রাউন জুয়েল উপাধি অর্জন উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়ে কৃষক লীগের আনন্দ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। 

মতিয়া চৌধুরী বলেন, কৃষকরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষ ও বাংলার কৃষক সমাজের ভাগ্য উন্নয়নে যে অবদান রেখেছেন প্রকৃতপক্ষেই তিনি এই সম্মানের দাবিদার। 

তিনি বলেন, কৃষক সমাজকে সব ধরনের সহযোগিতা দিয়ে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ পুরস্কার অর্জনে বাংলাদেশের সকল কৃষক সমাজের অংশীদারত্ব রয়েছে। 

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ বলেন, তারেক জিয়ার জঙ্গিনেতা লাদেনের মত ভিডিওবার্তার মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চেষ্টা আজ সারা দেশের মানুষ ও কৃষক সমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতে দেশ বিরোধী যেকোনো ষড়যন্ত্র কৃষক লীগ রাজপথে থেকে কঠোর হাতে প্রতিহত করবে। 

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, কৃষক লীগের সহসভাপতি নজরুল ইসলাম, আবুল হোসেন, রেজাউল করিম হিরন, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। 

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির