রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন ও তাঁর স্ত্রী এলিনা আক্তার পলির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক কিষান ঘোষ নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। এ ছাড়া বর্ণিত ব্যক্তির স্ত্রীর মালিকানায় বিপুল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর স্ত্রী বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে।
এমতাবস্থায় উল্লিখিত ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।