হোম > জাতীয়

অতিরিক্ত সচিব হলেন আরও ১২৭ কর্মকর্তা

উবায়দুল্লাহ বাদল, ঢাকা

প্রশাসনের ১২৭ যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার। গতকাল সোমবার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এ ছাড়া আরও তিনজনের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে তাঁরা লিয়েনে আছেন। লিয়েন থেকে ফিরলে তাঁদের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সব মিলিয়ে ১৩০ জন পদোন্নতি পাচ্ছেন। 

নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ১৮তম ব্যাচের প্রশাসন ক্যাডারের ৬৭ এবং প্রশাসন ক্যাডারের সঙ্গে মিশে যাওয়া ইকোনমিক ক্যাডারের ৩০ জন কর্মকর্তা পদোন্নতির তালিকায় রয়েছেন। তাঁদের সঙ্গে আছেন অতীতে বঞ্চিত বিভিন্ন ব্যাচের ১৮ ও অন্যান্য ক্যাডারের ১৫ জন কর্মকর্তা। 

এ পদোন্নতির ফলে সরকারের অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াল ৪০০ ওপরে। অথচ অনুমোদিত পদের সংখ্যা মাত্র ১৪০। অর্থাৎ অতিরিক্ত সচিবে পদের চেয়ে তিন গুণ বেশি কর্মকর্তা হলো প্রশাসনে। 

নতুন করে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলেও পদায়ন করা হয়নি। শিগগিরই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ইনসিটু (আগের পদে রাখা) করা হবে। তাঁদের আগের পদেই কাজ করে যেতে হবে। পদোন্নতি পাওয়ার পরও তাঁরা নতুন ডেস্ক পাচ্ছেন না, তা প্রায় নিশ্চিত। অতীতেও পদোন্নতির পর পদের চেয়ে কর্মকর্তা বেশি হওয়ায় আগের পদেই কাজ করতে হয়েছে। এবারও এর ব্যতিক্রম হবে না। 

এবার নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ১৮ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হলেও এই ব্যাচের অন্তত এক ডজন কর্মকর্তা পদোন্নতি পাননি। তাঁদের মধ্যে অনেকে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দপ্তরে সুনামের সঙ্গে বর্তমানে কাজ করছেন। প্রশাসনে ভালো কর্মকর্তা হিসেবেও সুনাম রয়েছে। তাঁদের কেন পদোন্নতি হলো না, সে বিষয়ে প্রশ্ন খোদ ব্যাচমেটদেরও। 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা