হোম > জাতীয়

গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত, মৃত্যু তিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছর সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৮৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে তিনজনের। এ নিয়ে গতকাল ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১২২ জন। আর এ সময়ে মোট রোগী শনাক্ত হয়েছে ২১ হাজার ৯৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সর্বোচ্চ ৭০ জনের তালিকায় রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। আর ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৮৭ জনের। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রামে ১৮ জন, বরিশালে ১১ জন, খুলনায় ৫ জন এ ময়মনসিংহে একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের তালিকায় ঢাকা বিভাগে ৫০৫ জন, চট্টগ্রামে ১৪৯ জন, খুলনায় ৯৬ জন, বরিশালে ৪৯ জন, রংপুরে ৩৯ জন, ময়মনসিংহে ৩৫ জন, রাজশাহীতে ১৪ জন।

আরেকদিন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আর রোগী শনাক্ত হয়েছিল ৮৬৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা কমলেও রোগী শনাক্ত বেড়েছে। এ নিয়ে চলতি মাসের ১৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ১২৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (জনস্বাস্থ্য বিভাগ) ডা. শিব্বির আহমেদ ওসমানি আজকের পত্রিকাকে বলেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালের মেডিসিন বিভাগে ডেঙ্গুর ইউনিট খোলা হয়েছে। বর্ষাকালীন জরিপ চালানোর জন্য ইতিমধ্যে উপদেষ্টা ও সচিবের কাছ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আক্রান্ত কমাতে স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব রয়েছে।

জানাজায় লাখো মানুষ: বিদ্রোহী কবির পাশে চিরঘুমে বিপ্লবী হাদি

সরকারের নীরবতায় বিশেষ গোষ্ঠী মব সৃষ্টি করছে: এমএসএফ

মুক্তিযুদ্ধের উপসেনাপতি এ কে খন্দকারের জানাজা রোববার পৌনে ২টায়

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৮৩ জন, উদ্ধার ১৯ আগ্নেয়াস্ত্র

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন

‘ওসমান হাদি, দেখে যাও—লক্ষ লক্ষ জনতা তোমার জন্য পাগল’

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান রোববার থেকে চলবে

হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘ মহাসচিবের নিন্দা, শান্ত থাকার আহ্বান

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার নিন্দা শিক্ষা উপদেষ্টার

সুদানে নিহত ছয় সেনাসদস্যের মরদেহ ঢাকায়, সেনানিবাসে জানাজা কাল