হোম > জাতীয়

গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত, মৃত্যু তিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছর সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৮৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে তিনজনের। এ নিয়ে গতকাল ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১২২ জন। আর এ সময়ে মোট রোগী শনাক্ত হয়েছে ২১ হাজার ৯৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সর্বোচ্চ ৭০ জনের তালিকায় রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। আর ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৮৭ জনের। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রামে ১৮ জন, বরিশালে ১১ জন, খুলনায় ৫ জন এ ময়মনসিংহে একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের তালিকায় ঢাকা বিভাগে ৫০৫ জন, চট্টগ্রামে ১৪৯ জন, খুলনায় ৯৬ জন, বরিশালে ৪৯ জন, রংপুরে ৩৯ জন, ময়মনসিংহে ৩৫ জন, রাজশাহীতে ১৪ জন।

আরেকদিন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আর রোগী শনাক্ত হয়েছিল ৮৬৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা কমলেও রোগী শনাক্ত বেড়েছে। এ নিয়ে চলতি মাসের ১৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ১২৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (জনস্বাস্থ্য বিভাগ) ডা. শিব্বির আহমেদ ওসমানি আজকের পত্রিকাকে বলেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালের মেডিসিন বিভাগে ডেঙ্গুর ইউনিট খোলা হয়েছে। বর্ষাকালীন জরিপ চালানোর জন্য ইতিমধ্যে উপদেষ্টা ও সচিবের কাছ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আক্রান্ত কমাতে স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব রয়েছে।

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী