হোম > জাতীয়

গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত, মৃত্যু তিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছর সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৮৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে তিনজনের। এ নিয়ে গতকাল ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১২২ জন। আর এ সময়ে মোট রোগী শনাক্ত হয়েছে ২১ হাজার ৯৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সর্বোচ্চ ৭০ জনের তালিকায় রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। আর ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৮৭ জনের। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রামে ১৮ জন, বরিশালে ১১ জন, খুলনায় ৫ জন এ ময়মনসিংহে একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের তালিকায় ঢাকা বিভাগে ৫০৫ জন, চট্টগ্রামে ১৪৯ জন, খুলনায় ৯৬ জন, বরিশালে ৪৯ জন, রংপুরে ৩৯ জন, ময়মনসিংহে ৩৫ জন, রাজশাহীতে ১৪ জন।

আরেকদিন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আর রোগী শনাক্ত হয়েছিল ৮৬৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা কমলেও রোগী শনাক্ত বেড়েছে। এ নিয়ে চলতি মাসের ১৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ১২৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (জনস্বাস্থ্য বিভাগ) ডা. শিব্বির আহমেদ ওসমানি আজকের পত্রিকাকে বলেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালের মেডিসিন বিভাগে ডেঙ্গুর ইউনিট খোলা হয়েছে। বর্ষাকালীন জরিপ চালানোর জন্য ইতিমধ্যে উপদেষ্টা ও সচিবের কাছ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আক্রান্ত কমাতে স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব রয়েছে।

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর