হোম > জাতীয়

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

আজ রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মাহবুব আলীকে যাত্রাবাড়ীর একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। 

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাহবুব আলীর বিরুদ্ধে গত সপ্তাহে দুদক অনুসন্ধান শুরু করেছে। 

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে দুই বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তবে গত নির্বাচনে তিনি ব্যারিস্টার সুমনের কাছে হেরে যান। 

 ২০০৩-২০০৪ মেয়াদে তিনি সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও তিনি আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব