হোম > জাতীয়

মামলা নিয়ে বাণিজ্য শুরু হয়েছে: আসিফ নজরুল

আজকের পত্রিকা ডেস্ক­

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধ ও হত্যার বিষয়ে মামলা নিয়ে বাণিজ্য শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, এতে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে জবাবদিহি করা হবে।

রাজধানীর নগর ভবনে আজ সোমবার ঢাকা বিভাগে জুলাই অভ্যুত্থানে শহীদদের শতাধিক পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘মামলা-বাণিজ্য শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধ, হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। তাদেরকে আমরা চিহ্নিত করব। অবশ্যই তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।’ মামলাগুলো শুদ্ধভাবে করার জন্য উপদেষ্টা তাগিদ দেন।

শহীদ পরিবারের মামলাগুলোয় আইনি সহযোগিতা দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় আগামী সাত দিনের মধ্যে আলাদা সেল গঠন করবে, এমন প্রতিশ্রুতি দিয়ে উপদেষ্টা বলেন, এর বাইরে সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার, তাও করা হবে।

পুলিশ কাজ করছে না, এমন অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা প্রশ্ন রাখেন, যে পুলিশ গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি তাদের বিচারের প্রতি আগ্রহ দেখাবে?

আসিফ নজরুল বলেন, গত সরকারের আমলে বলে-কয়ে গোপালগঞ্জের ছেলেদের, ছাত্রলীগের ছেলেদের নেওয়া হতো। পুলিশ বাহিনীর ১০ জনের মধ্যে যদি ৮ জনের হৃদয়ে বাকশাল থাকে এবং তারা যদি আওয়ামী লীগ পরিবার ও গোপালগঞ্জের হয়, সেই পুলিশ নিয়ে কী কাজ করা সোজা ব্যাপার, এমন প্রশ্ন রাখেন তিনি।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন