হোম > জাতীয়

অক্টোবরে নির্যাতনের শিকার ২১১ নারী ও শিশু: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অক্টোবর মাসে সারা দেশে ২১১ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ২৭ জন কন্যাশিশুসহ ৪০ জন। আর আটজন কন্যাশিশুসহ ১০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। একটি কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৩টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদর ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করে সংগঠনটি।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ১২ জন কন্যাসহ ১৬ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে দুটি কন্যাশিশু। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১০ জন, এর মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে সাতজনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে দুজন কন্যাশিশুসহ ৯ জন। পারিবারিক সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনজন।

মহিলা পরিষদের প্রতিবেদন বলছে, অক্টোবর মাসে ১৮ বছরের কম বয়সী দুজন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে, এর মধ্যে একজনকে হত্যা করা হয়েছে। এ সময় বিভিন্ন কারণে দশজন কন্যাশিশুসহ ৪৩ জনকে হত্যা করা হয়েছে। তিনজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ছয়জন কন্যাসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১১ জন কন্যাশিশুসহ ২৫ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে একটি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে দুইটি। এ ছাড়া চারজন কন্যাশিশুসহ ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ