জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার সংরক্ষণে প্যারিস চুক্তির পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানাল বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান ৪৯ তম অধিবেশনে এক যৌথ বিবৃতিতে জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান প্যারিস চুক্তি বাস্তবায়নের কথা বলেন। বাংলাদেশের উদ্যোগে গৃহীত যৌথ বিবৃতিটি ১০০ টির অধিক দেশ সমর্থন করে।
রাষ্ট্রদূত বলেন, জলবায়ু পরিবর্তনের মূল কারণসমূহ প্রশমন এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হবে।
এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের অতি ঝুঁকিতে থাকা দেশসমূহকে অধিকতর সহায়তা প্রদানের আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার সংরক্ষণে জাতিসংঘ মানবাধিকার পরিষদের করণীয় বিষয়সমূহের প্রতি তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশের উদ্যোগে প্রতিবছর জাতিসংঘ মানবাধিকার পরিষদে মানবাধিকারের ওপর জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব বিষয়ক একটি প্রস্তাব গৃহীত হয়।