হোম > জাতীয়

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামী বুধবার এটি আঘাত হানতে পারে। ঝড়টি প্রথমে ভারতে তারপর বাংলাদেশের খুলনা অঞ্চল অতিক্রম করবে। বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এরপর ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও সবশেষে এটি সাইক্লোন আকার ধারণ করবে। এ জন্য ঢাকার তাপমাত্রা বেড়েছে বলেও জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ রোববার দুপুর ১২ টায় আজকের পত্রিকাকে জানান, ভারতের ওডিশার কোল ঘেঁষে পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চল অতিক্রম করবে ঝড়টি। এর গতিবেগ কেমন হবে এখনই তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ কয়েকধাপ অতিক্রম করে সাইক্লোন আকার ধারণ করার আগে এটি দুর্বল হয়ে পড়তে পারে। আবার ক্রমশ শক্তি বাড়তেও পারে। তবে এখন পর্যন্ত যে ধরন তাতে বাতাসের গতিবেগ অনেক বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস উপকূলে আঘাত হানার আগে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগে তুমুল বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে এই বৃষ্টি দেখা দিতে পারে। কোন কোন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর বৃষ্টির পরিমাণ নির্ভর করছে। খুলনা উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি বয়ে গেলে বৃষ্টিপাতের পরিমাণ কোথাও কোথাও ১ থেকে ২০০ মি.লি. ছাড়িয়ে যেতে পারে। আর ঝড়টি পশ্চিমবঙ্গ অতিক্রম করে গেলে বাংলাদেশে বৃষ্টি কম হবে।

এর আগে গত শনিবার আবহাওয়া অফিস এক বিশেষ বিজ্ঞপ্তিতে, সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি