হোম > জাতীয়

১২ কেজির এলপিজির দাম কমে ১৪৫০ টাকা

ফাইল ছবি

রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম গত মাসের তুলনায় ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্যাসের এই নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।

বিইআরসির নতুন ঘোষণায় বেসরকারি কোম্পানির এলপি গ্যাসের দাম কমানো হলেও, সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

আমদানিনির্ভর এলপিজির আন্তর্জাতিক দর কমে যাওয়ায় দেশেও পণ্যটির মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে জানুয়ারি মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়।

প্রথমে ২ জানুয়ারি, পরে ভ্যাট বেড়ে যাওয়ায় সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে আবার ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়। এরপর ফেব্রুয়ারি মাসে দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা করা হয়েছিল।

আমদানিনির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলে প্রথম দর ঘোষণা হয়।

ওই আদেশে বলা হয়, সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে অভিযোগ রয়েছে, কখনোই সংস্থাটির নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না।

টিএফআই সেলে গুম: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

পোস্টাল ভোট দিতে নিবন্ধন করলেন ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবী

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান

ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জাতীয় কমিটির

ভোটের আগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দক্ষিণ সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জানাজায় লাখো মানুষ: বিদ্রোহী কবির পাশে চিরঘুমে বিপ্লবী হাদি

সরকারের নীরবতায় বিশেষ গোষ্ঠী মব সৃষ্টি করছে: এমএসএফ