হোম > জাতীয়

সারা দেশে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: সংগৃহীত

সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আইজিপি এই নির্দেশ দেন।

বিবৃতিতে আইজিপি বলেন, ‘আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং দ্রুত গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

আইজিপি আরও বলেন, আইনসম্মত প্রতিবাদের পথে সরকার কোনো বাধা সৃষ্টি করে না। তবে ‘প্রতিবাদের’ নামে যেকোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘যখন আমরা বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে বিশ্বদরবারে তুলে ধরতে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করেছি, তখন দেশের অভ্যন্তরে এমন ন্যক্কারজনক কর্মকাণ্ড সত্যিই দুঃখজনক।’

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ভাঙচুর হওয়া অনেক ব্যবসাপ্রতিষ্ঠান দেশীয় বিনিয়োগকারীদের, আবার কিছু বিদেশি বিনিয়োগকারীদের ছিল, যাঁরা বাংলাদেশে বিশ্বাস রেখে কর্মসংস্থান তৈরি করছিলেন। এ ধরনের নৃশংস কর্মকাণ্ড যারা ঘটিয়েছে, তারা প্রকৃতপক্ষে কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি এবং স্থিতিশীলতার শত্রু।

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব