হোম > জাতীয়

ডিসেম্বরের বেতন ছাড় না দেওয়ায় শিক্ষক সমিতির ক্ষোভ ও প্রতিবাদ

আজকের পত্রিকা ডেস্ক­

এমপিওভুক্ত শিক্ষকদের অধিকাংশেরই ডিসেম্বর-২০২৪–এর বেতন এখনো পর্যন্ত ব্যাংকে হিসাব নম্বরে স্থানান্তর না হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।

আজ শুক্রবার বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ ইয়াছিন সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লবের পক্ষে এই বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে এখন পর্যন্ত অ্যাকাউন্টে টাকা স্থানান্তর না হওয়ায় তীব্র অর্থসংকটে পড়েছে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারী। এতে তাঁদের সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। ইএফটির জটিলতার অজুহাতে শিক্ষকদের বেতন বিলম্ব খুবই দুঃখজনক। শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন।

এতে আরও বলা হয়, শিক্ষকদের কাগজপত্রের ত্রুটির বিষয়টি সামনে এনে বেতন ছাড়ে বিলম্ব করছে মন্ত্রণালয়, যা একধরনের প্রহসন। যদি কাগজপত্র নিরীক্ষণ ও সংশোধনের বিষয়টিতে প্রথম গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তাহলে ইএফটি প্রক্রিয়ার আগে সে কাজটি করা উচিত ছিল। ফলে এ ধরনের জটিলতায় পড়তে হতো না।

এমপিও–সংক্রান্ত জটিলতার সমাধানের পাশাপাশি বেতন চলমান রাখাসহ অতিসত্বর লাখ লাখ শিক্ষক-কর্মচারীদের অর্থসংকট লাঘবে বেতন ছাড় দেওয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র