হোম > জাতীয়

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে ভুগছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে বড় শক্তিগুলো রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। 

আজ বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরামের আয়োজনে জাতিসংঘের আঙিনায় শেখ হাসিনা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

যুদ্ধ বন্ধে জাতিসংঘের দুর্বলতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তবে বিশ্ব সংস্থাটি সম্পূর্ণ ব্যর্থ হয়নি। বিশ্বে দারিদ্র্য থেকে মুক্তি, অর্থনৈতিক উন্নতি ও মানবাধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ ভূমিকা রেখেছে। তবে যুদ্ধ বন্ধে সংস্থার দুর্বলতা আছে। এর জন্য দায়ী শক্তিশালী রাষ্ট্রগুলো।’ 

জাতিসংঘকে শক্তিশালী করতে নিরাপত্তা পরিষদের পুনর্গঠন দরকার বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। 

দেশে গুম নিয়ে বিভিন্ন মহলে যে তথ্য দেওয়া হয়, তা সঠিক নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৬৮ জনের গুমের কথা সামনে এসেছে। এর মধ্যে গুম হওয়া দুজনকে পাওয়া গেছে। তারা ভারতে শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। ফলে গুমের অভিযোগের সংখ্যা দুজন কমেছে। এখন ৬৬ জন হয়েছে।’ 

আমেরিকায় ‘হাজার হাজার’ মানুষ বন্দুকধারীদের গুলিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় দাবি করে মোমেন বলেন, বাংলাদেশে গত তিন বছরে একটিও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে কি না, তা জানা নেই। আর যারা মারা গেছে, তাদের অধিকাংশই অপরাধী বলেও দাবি করেন তিনি। 

প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মিল্টন বিশ্বাস, সহসভাপতি অধ্যাপক রাশিদ আসকরী, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম রফিকুল ইসলাম, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস এবং দৈনিক বাংলা ও নিউজ বাংলার পরিচালক (মিডিয়া) মো. আফিজুর রহমান। 

ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, সংসদ ভবনে জানাজার প্রস্তুতি

হাদির জানাজায় অংশ নিতে সংসদ এলাকায় জনস্রোত

সোশ্যাল মিডিয়ায় সহিংসতার উসকানিমূলক পোস্টে রিপোর্ট করা যাবে হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে

হাদিকে হত্যা ও পরবর্তী সহিংসতার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান স্থগিত

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে হাদির মরদেহ

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক