হোম > জীবনধারা > ভ্রমণ

শর্তসাপেক্ষে সহজ তুরস্কের ই-ভিসা

ভ্রমণ ডেস্ক

বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ইরাক ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য ই-ভিসার আবেদনপ্রক্রিয়া সহজ করেছে তুরস্ক। এখন এই দেশগুলোর ভ্রমণকারীরা অফিশিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে তুরস্কের ভিসার জন্য সহজে আবেদন করতে পারে।

তুরস্কের ই-ভিসা প্রোগ্রামের মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ইরাক ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের অন্তর্ভুক্ত করার জন্য আমাদের ভিসা প্রোগ্রামের সম্প্রসারণ ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত।’

বাংলাদেশি নাগরিকেরা ই-ভিসায় নিয়ে তুরস্কের ৩০ দিন পর্যন্ত থাকতে পারবে। পর্যটন, ব্যবসা বা ট্রানজিটের জন্য বাংলাদেশিরা তুরস্কের ইলেকট্রনিক ভিসা ব্যবহার করে স্থল, সমুদ্র বা আকাশপথে দেশটিতে যেতে পারবে শর্ত সাপেক্ষে। বাংলাদেশি নাগরিকদের জন্য তুরস্কের ই-ভিসার আবেদনপ্রক্রিয়া বেশ সহজ করা হয়েছে। বৈধ পাসপোর্ট, একটি ই-মেইল আইডি, আন্তর্জাতিক লেনদেনের জন্য বৈধ একটি ক্রেডিট বা ডেবিট কার্ড থাকলে আবেদন করা যাবে। ই-ভিসার আবেদন ফি প্রদানের পর আবেদন প্রক্রিয়াকরণ শুরু হবে। এই ওয়েবসাইট থেকে ই-ভিসার জন্য আবেদন করা যাবে।

বাংলাদেশ, ভারত, ইরাক, আফগানিস্তান, নেপাল, ভুটান ইত্যাদি দেশ শুধু সিঙ্গেল এন্ট্রি ই-ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তবে এই সহজ ই-ভিসা পেতে হলে বাংলাদেশের নাগরিকদের অবশ্যই শেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যেকোনো একটি থেকে বৈধ ভিসা বা পর্যটন ভিসা থাকতে হবে। অথবা শেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যেকোনো একটি থেকে বসবাসের অনুমতি থাকতে হবে। এ শর্ত ছাড়া তুরস্কের ভিসার জন্য আগের পদ্ধতিতেই আবেদন করতে হবে।

আবুধাবি ভ্রমণের আগে যা জানা জরুরি

২০২৬ সালের জন্য এয়ারবিএনবি-এর পূর্বাভাস

পর্যটকের স্রোতে বিপর্যস্ত শহর

বিমানযাত্রার অলিখিত নিয়মগুলো জেনে নিন

রহস্যময় আগুন পাহাড়

ভিয়েতনামের পর্যটনশিল্প পুনরুদ্ধারের গতি দ্রুত

চীনে বাড়ছে ঘোড়ায় চড়ে ছুটি কাটানোর প্রবণতা

এআই-নির্ভর ভ্রমণে শীর্ষে ভিয়েতনাম

আন্তর্জাতিক পর্যটনে শীর্ষে ব্যাংকক, আকর্ষণীয় শহর প্যারিস

জেনে নিন মালদ্বীপ ভ্রমণের সেরা সময় কখন