হোম > জীবনধারা > জেনে নিন

এ সময়ে ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করতে

নাহিন আশরাফ

ভ্যাপসা গরমের মধ্যে একপশলা বৃষ্টি স্বস্তির, কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ এই বৃষ্টি আবহাওয়াকে করে তুলছে স্যাঁতসেঁতে আর বাতাসে বাড়িয়ে তুলছে আর্দ্রতা। এর প্রভাব পড়ছে আমাদের বাড়ি ও আসবাবে। এমন আবহাওয়ায় বিভিন্ন রোগজীবাণু ও ছত্রাক দ্রুত বংশবিস্তার করে। ফলে বিভিন্ন সংক্রমণজনিত রোগ হওয়ার প্রবণতা বেড়ে যায়। 

ঘরের স্যাঁতসেঁতে ভাব যেভাবে দূর হবে

  • বর্ষাকালে ঘর স্যাঁতসেঁতে হওয়ার প্রধান কারণ, পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো ও বাতাস প্রবেশ করতে না পারা। তাই প্রতিদিন যাতে ঘরে আলো-বাতাস প্রবেশ করতে পারে, সে ব্যবস্থা করে দিতে হবে। দিনের যে সময় সবচেয়ে বেশি রোদ থাকে, সে সময় ঘরের জানালা ও দরজা খুলে রাখতে হবে। 
  • অনেকে বৃষ্টি পড়লেও ঘরের দরজা-জানালা খোলা রাখে। কিন্তু এ সময় আর্দ্র বাতাস ঘরকে আরও বেশি স্যাঁতসেঁতে করে তোলে। ফলে ঘরজুড়ে অস্বস্তিকর গন্ধ তৈরি হয়। এটা দূর করার ক্ষেত্রে বাজারে প্রচলিত রুম স্প্রে ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা মনে রাখতে হবে। তাই লেবুপাতা ও দারুচিনি পানিতে ভিজিয়ে রেখে প্রাকৃতিক উপায়ে ঘরে তৈরি করে নিতে পারেন দুর্গন্ধনাশক। এটি ব্যবহারের ফলে ঘরের দমবন্ধ করা গন্ধ দূর হবে এবং ঘর সজীব হয়ে উঠবে। 
  • বৃষ্টির সময় ঘরের মেঝে সারাক্ষণই ভেজা ভেজা থাকে। তাই বৃষ্টির পর শুকনো কাপড় দিয়ে মেঝে মুছে নিতে হবে। বৃষ্টির পানি অনেক সময় দেয়ালে লেগে যায়। সে ক্ষেত্রে দেয়ালে পানিরোধক রং ব্যবহার করতে হবে। এ সময় পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায় বলে কীটনাশক দিয়ে ঘর পরিষ্কার করতে হবে। মেঝে মোছার সময় ফিনাইল ব্যবহার করতে হবে। এতে মেঝে দ্রুত শুকিয়ে যাবে। 
  • আসবাবের স্যাঁতসেঁতে ভাব দূর করতে একটি পরিষ্কার শুকনো সুতির কাপড় দিয়ে সেগুলো মুছে নিতে হবে। বর্ষাকালে কাঠের আসবাবে ঘুণ ধরার প্রবণতা বেড়ে যায় বলে প্রতিরোধী স্প্রে ব্যবহার করতে হবে।
  • এ সময় আসবাব পরিষ্কারের ক্ষেত্রে ভেজা কাপড় এড়িয়ে চলতে হবে। বর্ষায় আসবাবের কোনো জায়গা দীর্ঘ সময় ভেজা রাখা উচিত নয়। এতে ভেজা জায়গায় দ্রুত বংশবিস্তার করবে ছত্রাক। 
  • আলমারির ভেতরে ন্যাপথলিন রেখে দিতে পারেন। এটি আর্দ্রতা ও জীবাণু থেকে সুরক্ষা দেবে। ঘরের জানালায় ভারী পর্দা থাকলে তা সরিয়ে ফেলতে হবে। কারণ, মোটা কাপড় বাতাস থেকে আর্দ্রতা বেশি শোষণ করে। এ ছাড়া ঘরে মোটা কার্পেট থাকলে তা-ও গুটিয়ে নিতে হবে। 
  • বাইরে বৃষ্টি থাকে বলে অনেকে ভেজা কাপড় ঘরের মধ্যে রেখে দেয়। এতে ঘর স্যাঁতসেঁতে হয় এবং বাজে গন্ধ ছড়িয়ে যায়। তাই বর্ষাকালের ভিজে আবহাওয়ায় কাপড় ধোয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে। যেটুকু শুকানো সম্ভব, কেবল সে পরিমাণ কাপড়ই ধোয়ার জন্য ভেজাবেন।

জেন আলফা বদলে দিচ্ছে আগামীর খাদ্যাভ্যাস

নতুন বছরে আপনার ঘরে আনুন সচেতন পরিবর্তন

জাপানের ‘অলিখিত নিয়ম’—যেগুলো না জানলে বিব্রত হতে পারেন পর্যটকেরা

নতুন বছরে চুলের ছাঁটে বদল আনতে চাচ্ছেন? এই হেয়ারকাটগুলো বিবেচনায় রাখতে পারেন

আজকের রাশিফল: অন্যের নামে সঙ্গীকে ডেকে হুলুস্থুল বাধাবেন, হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা

যেমন হবে বাইকারদের শীতপোশাক

সবুজ পৃথিবীর জন্য ২০২৬: নতুন বছরে কিছু পরিবেশবান্ধব সংকল্প নিন

জেন-জি প্রজন্ম কি আসলে ভীত?

আজকের রাশিফল: প্রেমের সম্ভাবনা নষ্ট করবে অহংকার, সময় নিয়ে দাঁত মাজুন

২০২৬-এর ডায়েট রেজল্যুশন: নতুন বছর শুরু হোক টেকসই অভ্যাস নিয়ে