হোম > জীবনধারা > জেনে নিন

কাচ ও আয়না ঝকঝকে রাখার উপায়

ফিচার ডেস্ক

কাচের টেবিল, জানালার কাচ বা ড্রেসিং টেবিলের আয়না ঝকঝকে তকতকে রাখা চাট্টিখানি কথা নয়। প্রতিদিন শুকনা নরম কাপড় দিয়ে মোছার পরও যদি মনে হয় ভালোভাবে পরিষ্কার থাকছে না, তাহলে সপ্তাহে এক দিন সময় নিয়ে পরিষ্কার করতে হবে। কীভাবে পরিষ্কার করা যায়, জেনে নিন এখানে—

ঈষদুষ্ণ পানিতে ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে নিন। এবার মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন। কাচের টেবিল, জানালার কাচ বা আয়নায় এই মিশ্রণ স্প্রে করুন। এরপর একটি সুতির নরম কাপড় পানিতে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে আয়না বা কাচ মুছে নিন।

কাচের ওপর বা আয়নায় জেদি দাগ থাকলে জোরে ঘষাঘষি করা যাবে না। এতে কাচে দাগ পড়ে যেতে পারে। এ ধরনের দাগ তুলতে সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে স্প্রে করুন নির্দিষ্ট জায়গায়। ৫-১০ মিনিট রাখার পর ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন।

এ ছাড়া বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে দাগের ওপর লাগিয়ে রাখবেন ১০ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে শুকনা নরম কাপড় দিয়ে মুছে নিন।

হালকা মরিচার দাগ পড়লে কাচের ওপর টুথপেস্ট লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর পুরোনো টুথব্রাশ দিয়ে ঘষে নিলেই দেখবেন, দাগ উধাও হয়ে গেছে।

সূত্র: ক্লিনিপিডিয়া ও অন্যান্য

গোসলে শান্তি পেতে ব্যবহার করুন বাথ সল্ট

দীর্ঘ জীবন নিশ্চিত করার ব্যায়ামের দিকে মানুষ ঝুঁকবে এ বছর

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

শীতের সতেজ ডালি: বয়সকে হার মানানোর প্রাকৃতিক দাওয়াই

আজকের রাশিফল: রোমান্সের চেয়ে তর্কের যোগ বেশি, মেজাজটা পকেটে রাখুন

প্রিয়জনদের খুশি রাখার সহজ উপায়

ভাগ্যবান হতে চান? গবেষণা বলছে, উপায় আছে

রান্নাঘরের আগুন থেকে সতর্ক হবেন যেভাবে

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে