হোম > জীবনধারা > ক্যাম্পাস

আন্তবিশ্ববিদ্যালয় জুডোতে আকিবের স্বর্ণপদক জয়

ক্যাম্পাস ডেস্ক

আন্তবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকিব হায়দার ইমন। ফাইনাল রাউন্ডে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীকে হারিয়ে এ স্বর্ণপদক জেতেন। আকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের জিমনেসিয়ামে বুধবার অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতা শেষে আকিবের হাতে পুরস্কার তুলে দেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।ফাইনালে ঢাবির প্রতিযোগীকে মাত্র চার মিনিটে ফুল সেটে হারিয়ে এই স্বর্ণপদক লাভ করেন আকিব।

জয়ের ব্যাপারে আকিব বলেন, ‘স্বর্ণপদক পেয়ে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। এ পদক আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।’
আকিবের এ জয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. জি এম আল-আমিন বলেন, ‘নানা রকম সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে যাচ্ছে। ক্রীড়াক্ষেত্রে শিক্ষার্থীরা তুলনামূলকভাবে বেশি সফল।’ জুডো প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী স্বর্ণপদক ও দুজন ব্রোঞ্জ পদক জিতেছেন। 

জকসু নির্বাচন: পাল্টাপাল্টি অভিযোগের পর ভোট গণনায় জট

জকসু নির্বাচন: ওএমআর মেশিনে ত্রুটি, ভোট গণনা স্থগিত

জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ

জকসুর ভোট গ্রহণ সম্পন্ন, প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা

জকসু নির্বাচনে নারী ভোটারদের উচ্ছ্বাস

জকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিক্ষকদের সংগঠন ইউটিএলের ‎

ছাত্রদলের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ ছাত্রশক্তি-সমর্থিত প্যানেলের

জবিতে শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার পর পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

জকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ শিবির প্যানেলের ‎

২১ বছর পর জকসু নির্বাচন, চলছে ভোট গ্রহণ