এক্সজস্ট ফ্যান ভেতরের আর্দ্র বাতাস টেনে বাইরে বের করে দেয়। বারবার ব্যবহার করার ফলে বাথরুমে তৈরি হওয়া দুর্গন্ধ দূর করতে বাথরুমে এ ধরনের ফ্যানের বিকল্প নেই। ফলে বাথরুমের ফ্যানটি যেন দীর্ঘদিন ঠিকঠাক সেবা দিতে পারে তার জন্য চাই কিছু যত্নআত্তি।
বছরে তিন থেকে চার বার এক্সজস্ট ফ্যানের কভার এবং মোটরের ওপর জমা ধুলোবালি পরিষ্কার করে নেওয়া উচিত। এটি পরিষ্কার করতে খুব বেশি সময় লাগবে না। আবার পরিষ্কার করার জন্য খুব বেশি উপকরণ বা সরঞ্জামেরও প্রয়োজন নেই।
যেভাবে পরিষ্কার করবেন