হোম > জীবনধারা

বর্ষায় কর্মজীবী নারীর ব্যাগ

নাহিন আশরাফ

বর্ষার অর্ধেক প্রায় পার হয়ে গেছে। তবে আবহাওয়া দেখে বোঝার সুযোগ নেই। এই মুষলধারে বৃষ্টি তো পরক্ষণেই ঝলমলে রোদ। আবহাওয়া যেমনই হোক, কর্মস্থলে যেতে হলে বের হতেই হবে। আর ঘর থেকে বের হওয়ার সময় সঙ্গী হয় বাহারি ব্যাগ। তবে বৃষ্টির দিনে অফিস ব্যাগ বাছাইয়ে যেমন সতর্ক হওয়া প্রয়োজন, তেমনি ব্যাগে রাখা চাই দরকারি কিছু জিনিসপত্র।

ব্যাগ বাছাইয়ের ক্ষেত্রে
চামড়ার ব্যাগ এড়িয়ে চলুন
বর্ষাকালে ব্যবহার করা ব্যাগ তৈরির উপকরণের দিকে নজর দেওয়া জরুরি। যেমন বেশির ভাগ নারী অফিসের জন্য চামড়ার বড় ব্যাগ ব্যবহার করেন। কিন্তু এমন ব্যাগ বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। এ ছাড়া সুতি কাপড়ের তৈরি ব্যাগও এড়িয়ে চলা উচিত। তবে সুতি ও পলিয়েস্টারের মিশ্রণে তৈরি ব্যাগ বর্ষাকালে ব্যবহার করা যেতে পারে। 

ট্রেন্ডে আছে
ফ্যাশনসচেতন নারীরা বর্ষায় একধরনের স্বচ্ছ পিভিসি ব্যাগ বেছে নিচ্ছেন। এসব ব্যাগ ওয়াটারপ্রুফ বলে ভেতরের জিনিসপত্র নিরাপদ থাকে। 

টোট ব্যাগই সেরা
কর্মজীবী নারীরা সাধারণত বড় টোট ব্যাগ ব্যবহার করেন, যাতে সব ধরনের প্রয়োজনীয় জিনিস একসঙ্গে এঁটে যায়। বাজারে এখন বড় আকারের র‍্যাক্সিনের টোট ব্যাগ পাওয়া যায়। এ ধরনের ব্যাগ বেছে নিলে বৃষ্টিতে ঝামেলায় পড়বেন না।

বর্ষাকালে কালার অথবা প্লাস্টিকের কোটিং বা আবরণ দেওয়া ফ্যাব্রিকসের ব্যাগ ব্যবহার করা উচিত। ব্যাগের আকার তুলনামূলক একটু বড় হবে সাধারণ সময়ের থেকে। কারণ, নিয়মিত জিনিস ছাড়াও এই সময়ে ব্যাগে ছাতা বা রেইনকোট রাখতে হয়। সে ক্ষেত্রে বড় টোট ব্যাগ বেছে নেওয়া যেতে পারে। এ ছাড়া নেওয়া যেতে পারে ব্যাকপ্যাক, শোল্ডার বা মেসেঞ্জার ব্যাগ। হাতে নেওয়ার ব্যাগ বৃষ্টির সময় ব্যবহার করা একটু অসুবিধাজনক। কারণ অনেক সময় ছাতা ও ব্যাগ একসঙ্গে হাতে রাখা কষ্টকর হয়ে যায়।
সৌমিক দাস, প্রধান নির্বাহী, রঙ বাংলাদেশ

ব্যাকপ্যাক
আকারে বড় ব্যাকপ্যাক ব্যবহার করলে তাতে সব ধরনের জিনিস বহন করা সম্ভব। বর্ষাকালে যে ধরনের ব্যাগই ব্যবহার করা হোক না কেন, তা পানিরোধক কি না, সেদিকে খেয়াল রাখতে হবে। প্লাস্টিক, নাইলন, সিনথেটিক ইত্যাদি উপকরণে তৈরি পানিরোধক ব্যাকপ্যাক এখন বাজারে পাওয়া যায়।

বর্ষায় নিয়মিত ব্যবহারের জন্য কালো কিংবা গাঢ় বাদামি রঙের ব্যাগ বেছে নেওয়া উচিত। হালকা রঙের ব্যাগ ব্যবহার করলে কাদাপানি লেগে তা ময়লা হয়ে যেতে পারে।

রেস্তোরাঁ নয়, বাড়িতেই তৈরি করুন ক্রিস্পি চিকেন ফ্রাই

পৌষের হাওয়া লেগে ফাটছে গোড়ালি? সমাধান আছে ঘরেই

শীতে সব ধরনের চুলের জন্য ৫টি সেরা প্রাকৃতিক কন্ডিশনার

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

শীতের সকাল শুরু হোক সুস্বাদু ও স্বাস্থ্যকর স্যুপ দিয়ে

নেপালের মহাপরিকল্পনায় এভারেস্ট রক্ষা পাবে তো?

গম্বুজ তলে শব্দের মেলা, পাঁচ পাঠাগারের কাব্যিক অভিযাত্রা

উত্তরের হিম রাজ্যে তুষারবিলাসের রোমাঞ্চ, হিমাঙ্কের নিচে তপ্ত রাত

আজকের রাশিফল: অহেতুক তর্কে মৌনতাই শ্রেয়, ঘর গোছাতে গিয়ে মাথা অগোছালো হবে

স্কিন টাইপ বা ত্বকের ধরন জানা কেন জরুরি: সুস্থ ত্বকের প্রথম ধাপ