হোম > জীবনধারা

ঘরের উপকরণে তৈরি পরিষ্কারক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাড়ি দাগমুক্ত রাখতে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের পরিষ্কারক কিনি। কিন্তু জানেন কি, আপনার রান্নাঘরেই রয়েছে এমন কিছু উপকরণ, যা দিয়ে খুব সহজে আপনি বানিয়ে নিতে পারেন পরিষ্কারক। বেকিং পাউডার, লেবু, লবণ প্রভৃতি দিয়ে ঘরের জিনিসপত্র পরিষ্কার করা যায়। 

বেসিন ও সিংক

গরম পানিতে আধা কাপ বেকিং সোডা ও এক কাপ ভিনেগার দিন। গরম মিশ্রণটি সিংক বা বেসিনে ঢেলে দিন। বুদ্‌বুদ ওঠা পানি নেমে গেলে আরও এক বালতি গরম পানি ঢেলে দিন। এটি আপনার বেসিন ও সিংককে দুর্গন্ধ ও জীবাণুমুক্ত করবে। 

চপিং বোর্ড

চপিং বোর্ডে লবণ ছড়িয়ে লেবু মাঝখান থেকে কেটে ঘষতে থাকুন। ব্যস, ঝকঝকে হয়ে উঠবে চপিং বোর্ড। অনেক কম সময়ে এভাবে চপিং বোর্ড পরিষ্কার করা যায়। 

জানালা, কাচ, মেঝে

টকজাতীয় ফল; যেমন, লেবুর রসের সঙ্গে ভিনেগারের মিশ্রণ ভালো পরিষ্কারক। কমলা বা লেবুর খোসা ছোট ছোট টুকরো করে বোতলে ভরুন। বোতলটি ভিনেগার দিয়ে পূর্ণ করুন। দুই সপ্তাহ এভ‍াবে রেখে দিন। এরপর খোসাগুলো ফেলে দিন। খোসা ভেজানো ভিনেগারে সমান পরিমাণ পানি মিশিয়ে জানালা, কাচ, মেঝেতে ব্যবহার করুন। 

ফ্রিজ

এক কাপ ভিনেগার, এক কাপ বেকিং সোডা ও কয়েক ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিয়ে মিশ্রণ তৈরি করুন। এরপর ওয়াইপার দিয়ে ফ্রিজের ভেতরের অংশ মুছে নিন। এতে ফ্রিজের গন্ধ দূর হবে। 

শাওয়ার হেড

পলিব্যাগে হোয়াইট ভিনেগার ও ২–৩ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল দিন। শাওয়ার হেড ভিনেগারপূর্ণ ব্যাগে ডুবিয়ে ভালোভাবে বেঁধে সারা রাত রেখে দিন। সকালবেলা একবার মুছে নিলেই চকচকে হয়ে উঠবে মরচে পড়া শাওয়ার হেড। 

সূত্র: ডেইলি মেইল

আবুধাবি ভ্রমণের আগে যা জানা জরুরি

যেসব বিপজ্জনক খাবার মৃত্যুর কারণ হতে পারে

সাজি ভালোবাসার লাল-সবুজে

আজকের রাশিফল: ঘনিষ্ঠ বন্ধু ঠকানোর চেষ্টা করবে, সঙ্গী ঘরের কাজ করিয়ে নেবে

শীতে চামড়া বা কাপড়ের জুতা পরুন

পেট্রোলিয়াম জেলির যত ব্যবহার

রঙিন চুলের বিশেষ যত্ন

এই ডিসেম্বরে যা কিছু করতে পারেন

শীতের রোদে ত্বক পুড়েছে? গোসলের সময় এই প্যাকগুলো ব্যবহারে মিলবে উপকার

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই