হোম > জীবনধারা > রূপবটিকা

শসার রস ব্রণের দাগ দূর করে

শারমিন কচি

প্রশ্ন: আমার বয়স ২৩ বছর। মুখে অনেক ব্রণ হয়েছে। এর কিছু ভালো হয়ে যাওয়ার পরেও কালো কালো দাগ রয়ে যাচ্ছে। ব্রণ ও দাগ থেকে মুক্তির উপায় কী? 
মালিহা, কিশোরগঞ্জ

শসার রস ব্রণের দাগ দূর করতে দারুণ কাজ করে। এ জন্য সমপরিমাণ শসা ও টমেটোর রস মিশিয়ে ব্রণের দাগে ব্যবহার করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহারে ব্রণের দাগসহ রোদে পোড়া দাগও চলে যাবে। অ্যালোভেরার জেল দিয়েও ব্রণের দাগ দূর করতে পারেন। 

প্রশ্ন: আমি খুব সাজতে পছন্দ করি এবং মেকআপ করি। কিন্তু মেকআপ তোলা ও পরিষ্কার করা সম্পর্কে ভালো ধারণা নেই। এ বিষয়ে জানতে চাই।
নাতাশা আলম, কুড়িগ্রাম

প্রথমে মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তোলার চেষ্টা করবেন। কিন্তু মেকআপ রিমুভার ব্যবহারের আগেই ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নেওয়া সবচেয়ে কার্যকর পদ্ধতি। দ্বিতীয় ধাপে তুলা দিয়ে মেকআপ রিমুভিং লোশন ধীরে ধীরে মুখে লাগিয়ে নিন। এরপর আরেক টুকরা তুলা দিয়ে ম্যাসাজ করে করে মুখের মেকআপ তুলে ফেলুন।

প্রশ্ন: আমার মুখের ত্বক বেশ শুষ্ক এবং সাদা মরা চামড়া উঠছে। কী করলে ত্বক কোমল হবে এবং মরা চামড়া দূর হবে। 
কোহিনূর, হবিগঞ্জ

বাইরে থেকে ত্বকের যে অংশ দেখা যায়, সেগুলোতে চিনি ও মধু ব্যবহার করতে পারেন। এ জন্য ১ চামচ চিনি ও ১ চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ এবার মুখে লাগিয়ে কয়েক মিনিট স্ক্র্যাব করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন এই মিশ্রণ।

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

রান্নায় অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার কতটা নিরাপদ বা কতটা ঝুঁকি

জাপানিরা কেন কাঁচা ডিম খায়!

কোন খাবারে কীভাবে রসুন ব্যবহার করবেন, জেনে নিন

নারী ও পুরুষের মস্তিষ্ক কি আসলেই আলাদা? গবেষকেরা কী বলছেন

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

সকালের নাশতা কখন খাবেন

ঢাকায় স্কুলের ফুটবল টিমে গোলকিপার ছিলেন জাইমা রহমান

বড়দিনে কেন টার্কি খাওয়া হয়, প্রচলন হয়েছিল কীভাবে

কাজুবাদাম কেন খাবেন, কতটুকু খাবেন

গরম কড়াইয়ে কেন ঠান্ডা পানি ঢালবেন না