হোম > জীবনধারা > সাজসজ্জা

গয়না পরলে যদি অ্যালার্জি হয়

ফিচার ডেস্ক

মডেল: জেবা, মেকআপ: শোভন সাহা, ছবি: আজকের পত্রিকা

গয়না পরলেই ত্বক হয়ে উঠছে লালচে অথবা দেখা যাচ্ছে ছোট ছোট ফুসকুড়ি। কিংবা কখনো আবার ফোসকাই পড়ে যাচ্ছে! এসব লক্ষণ থাকলে ধরে নেওয়া যেতে পারে, যে ধাতু দিয়ে গয়না তৈরি করা হয়েছে, তাতে আপনার অ্যালার্জি আছে।

কেন হয়

গয়নায় অ্যালার্জি তখনই দেখা দেয়, যখন কোনো ব্যক্তির ত্বক কোনো নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে সংবেদনশীল হয় এবং গয়নায় সেই ধাতুর উপস্থিতি থাকে। ত্বকের অন্যান্য অ্যালার্জি থেকে একে আলাদা করে চেনার উপায়টাও সহজ। সাধারণত শরীরের যে অংশগুলোতে গয়না পরা হয়, সেই সব অংশজুড়ে এই লক্ষণগুলো দেখা যেতে থাকে।

এ ধরনের সমস্যা যাঁদের রয়েছে, নাক বা কান ফোঁড়ানোর সময় তাঁদের অবশ্যই বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ, এ সময় গয়নার ধাতুগুলো কেবল বাইরের ত্বকের সংস্পর্শেই আসে না, এটি ভেতরের ত্বককেও ছুঁয়ে থাকে। তাই ক্ষতি হওয়ার আশঙ্কা এ সময়ই বেশি।

সাধারণত নিকেল নামের ধাতুটিকে এ ধরনের সমস্যা তৈরির জন্য দায়ী করা হয়। এর কারণে অ্যালার্জির প্রতিক্রিয়ায় ভোগার উদাহরণ বেশি। তাই অনেক ক্ষেত্রে গয়নার বিবরণে লেখা থাকে ‘নিকেলমুক্ত’। তবে এটিই যে একমাত্র অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান, তা কিন্তু নয়। কিছু মানুষের স্বর্ণেও আছে অ্যালার্জি!

উপায় তাহলে

অ্যালার্জির জন্য আপনি দাওয়াতে নিজেকে সাজিয়ে তুলবেন না, সে তো হয় না। বরং এই সমস্যার প্রতিকার কী হতে পারে, তা খুঁজে বের করতে নিন বিশেষজ্ঞ পরামর্শ। ইমিটেশনের গয়না পরলেও তা যেন হয় খুব অল্প সময়ের জন্য। মানে বাইরে থেকে বাড়িতে এসেই খুলে ফেলুন। অল্প মাত্রার অ্যালার্জির ক্ষেত্রে আংটির মতো ছোট গয়নার ভেতরের দিকটায় দিয়ে দিন নেইলপলিশের বেজ কোটের পরত। তাতে ধাতু সরাসরি আপনার ত্বকে লাগবে না, অ্যালার্জিক প্রতিক্রিয়াও থাকবে দূরে। গয়নার নিচে খানিকটা ট্যালকম পাউডার দিয়ে নিলে উপকার মেলে। কখনো অ্যান্টি-অ্যালার্জিক ওষুধও খেয়ে নিতে পারেন।

সূত্র: ওয়েবএমডি

এশিয়ায় নির্ভয়ে ঘোরার নতুন ঠিকানা জাপান

এআই ঢুকছে শ্রেণিকক্ষে, শিক্ষকেরা ঝুঁকছেন মৌখিক পরীক্ষার দিকে

গোল্ডেন গ্লোবস ২০২৬: রেড কার্পেট মাতানো সেরা ১০ তারকার পোশাক

আজকের রাশিফল: সততা বিপদ থেকে বাঁচাবে, প্রেমে পড়ার আগে ব্যাকগ্রাউন্ড যাচাই করুন

পুরোনো মোবাইলকে বানিয়ে ফেলুন সিসি ক্যামেরা

চাষিদের পিঠা উৎসব—গ্রামবাংলার ঐতিহ্যে মিলনমেলা

স্ত্রী রাগ করলে পুরুষেরা প্রায়ই নীরব থাকে কেন

মিথ্যা বলার অভ্যাস ছাড়ার ৫ উপায়

যুক্তরাষ্ট্র যেসব কারণে ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে

শিশুর টিফিনে দিন নানা স্বাদের পুষ্টিকর প্যান কেক