হোম > জীবনধারা

ধ্রুপদি গয়নার নস্টালজিয়া

মাথায় ছোট্ট ঘোমটা টেনে ঘিয়েরঙা শাড়ি পরে ড্রয়িংরুমে প্রবেশ করলেন নীলা। পানচিনির সাজ অত জমকালো হতে নেই। তবে খোঁপায় বেলি ফুলের মালা আর গলায়, কানে ও হাতে হালকা ধ্রুপদি গয়নার সুন্দর ছিমছাম ভাবটাই তাঁকে অনন্য করে তুলেছে। এককথায় ক্ল্যাসিক্যাল সাজ।

এমনিতে যেমন-তেমন হলেও চলে। কিন্তু বিশেষ দিনগুলোয় একটু মন ভরানো সুন্দর গয়না না পরলে চলে না। সোনার প্রলেপ দেওয়া রুপার গয়নারও কদর একসময় ভীষণ ছিল—নিঃসন্দেহে। সোনা, রুপা ও হীরার দামি গয়না ছাড়াও আনুষ্ঠানিক পোশাকের সঙ্গে তামা ও পিতলের, সোনা-রুপার প্লেট করা পুঁতি আর ঝুমকা বসানো নানা নকশা করা গয়না এখন জায়গা করে নিচ্ছে ফ্যাশনসচেতন তরুণীদের হৃদয়ে।

একটু খেয়াল করলে চোখে পড়বে, আমাদের মা, খালা বা দাদি-নানিরা যে নকশার কানের দুল, বালা, আংটি বা জড়োয়া হার পরতেন, সেই নকশার গয়না আবার ফিরে এসেছে। ছোট্ট, হালকা এই গয়নাগুলো আবার যত্ন করে গায়ে তুলছেন নারীরা। বিয়ে ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে আরামসে পরা যায় এই গয়নাগুলো। 

অনলাইন প্ল্যাটফর্মে
‘সিক্স ইয়ার্ডস স্টোরি’ কাজ শুরু করে বেশ কয়েক বছর আগে। কনের গয়না ছাড়াও নানা ধরনের গয়না বানিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এই গয়নার মূল বিশেষত্ব নকশায়। একবার চোখ বোলাতেই নস্টালজিয়ায় ডুবে যেতে হয়। সিক্স ইয়ার্ডস স্টোরির স্বত্বাধিকারী লরা খান জানিয়েছেন, পুরোনো দিনের গয়নার নকশা তাঁর অনুপ্রেরণা। তিনি বলেন, ‘মূলত পিতল ও তামার ওপরই বেশি কাজ করা হয়। এগুলোর ওপর আবার সোনা ও রুপার প্লেটিং করে পূর্ণতা দেওয়া হয়।’
লরা খান আরও বলেন, ‘এখন ধাতুর ওপর খরচ করার চেয়ে নকশার ওপর মনোযোগ দিচ্ছেন ক্রেতারা। ফলে এমন গয়নাই তৈরি করা হয়, যা ক্রেতাদের মনঃপূত হয় এবং সময়োপযোগীও থাকে।’

পুরোনো গয়নার নকশা ও কাস্টমাইজড গয়না নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে বৃত্ত। বৃত্তর স্বত্বাধিকারী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘যখন আমি তিন বছর আগে কাজ শুরু করি, তখন একজন ক্লায়েন্ট ক্ল্যাসিক্যাল একটি টানা টপ দেখিয়ে জানতে চান, তেমন একটি টপ আমি বানিয়ে দিতে পারব কি না। তখন আমি প্রথম একটি টানা টপ তাঁকে বানিয়ে দিই। এরপর যখন ফেসবুকে এই টানা টপের ডেলিভারি পোস্ট দিই, তখন অনেকেই সেটা অর্ডার করতে শুরু করেন। সেই ক্ল্যাসিক্যাল টানা টপ ১৫০ থেকে ২০০টির ওপরে বিক্রি হয়েছে। খুব ভালো সাড়া পেয়েছিলাম।’

জান্নাতুল ফেরদৌস আরও বলেন, ‘এই টপ আবার নানাভাবে অনেকে কাস্টমাইজ করে নিচ্ছেন। কাস্টমাইজ করার ওপর আসলে দাম কত পড়বে তা নির্ভর করে।’

এখন ধ্রুপদি নকশার বিভিন্ন ধরনের ধাতব গয়না পাওয়া যায়। বিয়েতে পরার উপযোগী এসব গয়নায় বসানো হয় পুঁতি, মুক্তা ও পাথর। ভারী ও হালকা যেকোনো ধরনের অ্যান্টিক গয়নাই পেয়ে যাবেন বিভিন্ন শপিং মল ও অনলাইন শপে। এর মধ্যে নাকফুল, আংটি, নেকলেস, কানের দুল, চুড়ি, ব্রেসলেট, নোলক, টায়রা, ঝাপটা সবই আছে।

যেখানে পাবেন
ঢাকায় প্রায় সব শপিং মলেই এ ধরনের গয়না পাওয়া যায় এখন। তবে বায়তুল মোকাররম মার্কেট, ঢাকা নিউমার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, মৌচাক, ইস্টার্ন প্লাজা, নাভানা টাওয়ার, চাঁদনীচকসহ গুলশানের পিংক সিটি, বনানী, উত্তরার বিভিন্ন শপিং মলেও পেয়ে যাবেন অ্যান্টিকের বিয়ের গয়না।   বৈচিত্র্যময় অ্যান্টিক গয়নার খোঁজ করতে পারেন সিক্স ইয়ার্ডস স্টোরি, জাফরিন’স রুবি, স্পার্কলি ক্লোজেট, কায়রাসহ বিভিন্ন অনলাইন পেজেও। রয়েছে কাস্টমাইজ করার সুযোগও।

ঢাকার বাইরে জেলা শহরগুলোর নিউ মার্কেট বা সুপার মার্কেটের গয়নার দোকানে খোঁজ করলেও পাওয়া যায় বিভিন্ন ধরনের গয়না।

দরদাম
নকশা ও ধাতুর ওপর নির্ভর করে ১৫০ টাকা থেকে শুরু করে ৫ হাজার বা তার বেশি দামেও কেনা যাবে এই গয়নাগুলো।

রেস্তোরাঁ নয়, বাড়িতেই তৈরি করুন ক্রিস্পি চিকেন ফ্রাই

পৌষের হাওয়া লেগে ফাটছে গোড়ালি? সমাধান আছে ঘরেই

শীতে সব ধরনের চুলের জন্য ৫টি সেরা প্রাকৃতিক কন্ডিশনার

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

শীতের সকাল শুরু হোক সুস্বাদু ও স্বাস্থ্যকর স্যুপ দিয়ে

নেপালের মহাপরিকল্পনায় এভারেস্ট রক্ষা পাবে তো?

গম্বুজ তলে শব্দের মেলা, পাঁচ পাঠাগারের কাব্যিক অভিযাত্রা

উত্তরের হিম রাজ্যে তুষারবিলাসের রোমাঞ্চ, হিমাঙ্কের নিচে তপ্ত রাত

আজকের রাশিফল: অহেতুক তর্কে মৌনতাই শ্রেয়, ঘর গোছাতে গিয়ে মাথা অগোছালো হবে

স্কিন টাইপ বা ত্বকের ধরন জানা কেন জরুরি: সুস্থ ত্বকের প্রথম ধাপ