চুলের সমস্যার মধ্যে খুশকি অন্যতম। প্রায় প্রত্যেক মানুষই খুশকির সমস্যায় ভুগে থাকেন। সময়মতো সচেতন না হলে ও সঠিক যত্ন না নিলে এ সমস্যা মারাত্মক হয়ে উঠতে পারে। রেড বিউটি স্যালনের রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, খুশকির কারণে চুল পড়তে পারে। যখন আমাদের মাথার ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায় ও মরা কোষগুলো উঠতে থাকে, তখন সেটাকে আমরা খুশকি বলি। যখন এই মরা কোষ অনেক বেশি পরিমাণে উঠতে থাকে, তখন চুল অপুষ্টিতে তো ভোগেই, পাশাপাশি গোড়া দুর্বল হয়ে পড়ে।