যাঁরা প্রকৃতি ভালোবাসেন, তাঁরা সবকিছুতেই যেন চান প্রকৃতির স্পর্শ। তা কাপড় হোক বা গয়না। প্রকৃতিপ্রেমীদের এই চাওয়াকে পূর্ণতা দিতে অনেকেই কিন্তু কাজে নেমে পড়েছেন। যাঁরা অল্প দামে সুন্দর ও টিপটপ গয়না কিনতে চান, তাঁদের কাছে হরপ্পা নামটি পরিচিত। ফেসবুকে গয়নার পেজ হরপ্পা খুললেই পেয়ে যাবেন রঙিন পুঁতির সব মালা, কানের দুল, আংটি ইত্যাদি। এসব গয়নার দামও বেশি নয়। পাওয়া যাবে ১০০ থেকে ১ হাজার টাকার মধ্যেই।
কখন কেমন গয়না পরা উচিত—এমন প্রশ্নের উত্তরে রুমন বলেন, ‘আমার কাছে সাজ হচ্ছে এ রকম, যা ব্যক্তির সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে। তা যদি হয় আমি তৈরি হয়ে গলায় ছোট্ট একটা মালা পরাতেই সাজটা ফুটে উঠল, তাহলে সেটাই আমার পূর্ণতা। গয়না আমার সাজকে পূর্ণতা দেবে, কিন্তু ছাপিয়ে উঠবে না আমার ব্যক্তিত্বকে।’