হোম > জীবনধারা

হরপ্পার গয়না

যাঁরা প্রকৃতি ভালোবাসেন, তাঁরা সবকিছুতেই যেন চান প্রকৃতির স্পর্শ। তা কাপড় হোক বা গয়না। প্রকৃতিপ্রেমীদের এই চাওয়াকে পূর্ণতা দিতে অনেকেই কিন্তু কাজে নেমে পড়েছেন। যাঁরা অল্প দামে সুন্দর ও টিপটপ গয়না কিনতে চান, তাঁদের কাছে হরপ্পা নামটি পরিচিত। ফেসবুকে গয়নার পেজ হরপ্পা খুললেই পেয়ে যাবেন রঙিন পুঁতির সব মালা, কানের দুল, আংটি ইত্যাদি। এসব গয়নার দামও বেশি নয়। পাওয়া যাবে ১০০ থেকে ১ হাজার টাকার মধ্যেই।  

প্রথমে পুঁতি দিয়ে কাজ শুরু করলেও পরে কাপড়ে সেলাই করে গয়না তৈরির কথা ভাবেন হরপ্পার স্বত্বাধিকারী সাদিকা রুমন। কাপড়ের গয়নায় প্রথম সোনালু ফুলের একটা মালা তৈরি করে হরপ্পা। এরপর সাদিকা রুমন শুধু ফুল আর গাছ দিয়ে একটি সিরিজ করার কথা ভাবেন। কারণ ফুল ও গাছ প্রকৃতির কথা বলে। হরপ্পার পেজে একটা অ্যালবাম আছে, যার নাম আরণ্যক। এই অ্যালবামের সব গয়নাই কাপড়ের ওপর হাতে সেলাই করে তৈরি। এর বিষয় ফুল ও গাছ।

প্রকৃতিকে গয়নায় ধারণ করার বিষয়ে সাদিকা রুমন বলেন, ‘সুই–সুতার কাজকেই আরও বিস্তৃতভাবে করতে চাই। তা ছাড়া প্রকৃতি নিয়ে কাজ করতে চাই আরও বিশদভাবে। আমি চিন্তা করছি, ছেলেবেলায় যা ফেলে এসেছি বা আমার স্মৃতিতে যা স্থান করে নিয়েছে, সেগুলো নিয়ে বিস্তৃতভাবে কাজ করব ভবিষ্যতে।’

কখন কেমন গয়না পরা উচিত—এমন প্রশ্নের উত্তরে রুমন বলেন, ‘আমার কাছে সাজ হচ্ছে এ রকম, যা ব্যক্তির সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে। তা যদি হয় আমি তৈরি হয়ে গলায় ছোট্ট একটা মালা পরাতেই সাজটা ফুটে উঠল, তাহলে সেটাই আমার পূর্ণতা। গয়না আমার সাজকে পূর্ণতা দেবে, কিন্তু ছাপিয়ে উঠবে না আমার ব্যক্তিত্বকে।’

জীবন বদলে দিতে এবার নিজেকে গ্রহণ করুন

ঘরে সঠিক লাইটিং করতে যে ১০টি ভুল করবেন না

যে ৪ অমিল দাম্পত্য সম্পর্ক ভাঙার কারণ

একই সম্পর্কে বারবার ফিরে আসা কেন?

সূর্য প্রভাবের এ বছর ফ্যাশনে থাকবে হলুদ রং

ফুলকপি ও মাছের কাটলেট

আজকের রাশিফল: চোখাচোখি হওয়ার প্রবল সম্ভাবনা, বসের নেক নজরে পড়বেন

এ বছরের সেরা ৫ হানিমুন গন্তব্য

কৈশোরের প্রেম ও সহিংসতা নিয়ে সন্তানদের সঙ্গে কথা বলুন

যুক্তরাষ্ট্রের রাজনীতি যেভাবে প্রভাব ফেলছে বিশ্ব পর্যটনে