হোম > জীবনধারা

পাতার নৌকার গল্প শোনো

রিক্তা রিচি, ঢাকা

ভালো বন্ধু জীবনে খুব প্রয়োজন। একজন ভালো বন্ধু তোমাকে অনেক সাহায্য করবে। ভালোবাসবে। বন্ধুরা পাশে থাকলে জীবন অনেক সহজ মনে হয়। তাই বন্ধুত্বের বিকল্প নেই। বন্ধুত্বের বন্ধন নিয়ে লেখা অনেক গল্পের বইয়ের মধ্যে একটি বইয়ের নাম ‘পাতার নৌকা’। তুমি হয়তো ভাবতে পারো, পাতার আবার নৌকা হয় নাকি! এটা দেখতে কেমন? জানো তো, গল্পে সবই সম্ভব। আর এ-ও নিশ্চয় শুনেছ, পিঁপড়া অনেক পরিশ্রমী প্রাণী। পিঁপড়ার দল খুব ধীরে কাজ করে ঠিকই, কিন্তু অনবরত করতে থাকে। একসময় তারা সফল হয়। ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে তারা পাহাড়ের চূড়ায়ও পৌঁছাতে পারে।

গল্পটি পিঁপড়া, মৌমাছি, প্রজাপতিদের নিয়ে। পিঁপড়ার মেয়ে কাটুম একদিন তার মাকে বলল, অন্য এক দেশে বেড়াতে যাবে। মা সন্দিহান হয়ে যায়।

কাটুমকে বলে, নদী পেরিয়ে কেমন করে যাবে। নদীতে যে কাটুম ডুবে যাবে। কিন্তু নাছোড়বান্দা কাটুম নদী পেরিয়ে দূর দেশে যেতে চায়। কাটুম একটা বুদ্ধি বের করে। সে তার মাকে বলে, ‘আমরা পাতার নৌকায় করে যাব।’

কাটুমের এই ইচ্ছে পূরণ করতে ব্যাকুল হয়ে ওঠে গাছ। সে পাতা দিল। আর সেই পাতা দিয়ে মা পিঁপড়া পাতার নৌকা বানাল। কাটুম অন্য দেশে যাবে বলে তার সফরসঙ্গী হওয়ার ইচ্ছে প্রকাশ করে ঘাসফড়িং, মৌমাছি ও প্রজাপতি। কাটুমও তাদের নিতে রাজি হয়ে গেল।

মা পিঁপড়া ও কাটুম পাতার নৌকার মাঝখানে বসল। অন্য দেশে যাওয়ার আনন্দে কাটুম তো খুশিতে গদগদ। নৌকার দাঁড় ধরল ঘাসফড়িং ও পাল তুলল প্রজাপতি।

আর মৌমাছি বইঠা চালানোর দায়িত্ব নিল। সবাই মিলে আনন্দ করতে করতে অন্য এক দেশে বেড়াতে গেল।

বইয়ের নাম: পাতার নৌকা
লেখক: দীপু মাহমুদ
প্রকাশনী: পঙ্খীরাজ
মূল্য: ৬০ টাকা

নোচে বুয়েনা: মেক্সিকোর এই বিশেষ বিয়ার শুধু বড়দিনেই মেলে

পোষা প্রাণী নিয়ে বিমানযাত্রার আগে জেনে নিন

স্বল্প খরচে নেপাল ভ্রমণের ১১ পরামর্শ

শেষকৃত্যের পরিকল্পনা নিজেরাই করছেন মার্কিন প্রবীণেরা

স্টেইনলেস স্টিলের হাঁড়িপাতিল ঠিক রাখতে জেনে নিন এই পদ্ধতিগুলো

কেনাকাটার জন্য যে দেশে নাগরিকদের দেওয়া হচ্ছে নগদ অর্থ

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

বড় দিনে কেক হবে না!

অনুষ্ঠানের আগে ত্বকের যত্ন নেবেন যেভাবে

ডেটি ডিসেম্বর: বিশ্বের অন্যতম বড় উৎসব