হোম > জীবনধারা

অফিসের ড্রয়ারে যা রাখবেন

লাইফস্টাইল ডেস্ক

দিনের বেশির ভাগসময় অফিসে কাটাতে হয়। তাই নিজের যত্ন নেওয়ার একটা পথও সেখানে তৈরি করে রাখতে হবে। নিজস্ব ড্রয়ারে কয়েকটি জিনিস রাখলে যত্ন নেওয়ায় কমতি হবে না। 

  •  সারা দিন এসি রুমে বসে কাজ করতে হয় বলে ত্বক ও ঠোঁট শুষ্ক হয়ে যায়। ঠোঁট ফেটে যাওয়া রোধে অফিস ডেস্কে একটি লিপবাম রেখে দিন এবং সুবিধামতো সময়ে ব্যবহার করুন। এতে ঠোঁট নরম ও আর্দ্র থাকবে।
  • ভালো মানের একটি হ্যান্ড ক্রিম রাখুন। খাওয়ার পর হাত ধুয়ে হ্যান্ড ক্রিম মেখে নিলে হাত কোমল আর নরম থাকবে।
  • ডেস্কে কমপ্যাক্ট রাখুন। বিকেলে এক ফাঁকে মুখে বুলিয়ে নিন কমপ্যাক্টের পাফ। তরতাজা দেখাবে। 
  • ডেস্কে একটা ন্য়ুড এবং গাঢ় রঙের লিপস্টিক রাখুন। হঠাৎ মিটিং পড়ে গেলে যাতে ঠোঁটে বুলিয়ে নেওয়া যায়।
  • সারা দিনে বেশ কয়েকবার যাতে চুল আঁচড়ে নেওয়া যায়, সে জন্য একটা হেয়ার ব্রাশও রাখুন ড্রয়ারে। এতে ব্যাগ পাল্টে নেওয়ার সময় চিরুনি নিতে ভুলে গেলেও অসুবিধা হবে না।
  • গরমের দিনে তো বটেই, শীতের দিনেও চটজলদি তরতাজা ভাব ফিরে পেতে একটা ছোট্ট বডি স্প্রে রাখুন ড্রয়ারে। সারা দিন সুগন্ধ ঘিরে থাকবে আপনাকে। 

সূত্র: ফেমিনা ও অন্যান্য

কেনাকাটার আসক্তি দূর করবেন যেভাবে

বর্ষবরণে যেসব শুভ রঙে নিজেকে সাজাতে পারেন

কফি দিয়ে তৈরি ডেজার্ট দিয়ে শুরু হোক নতুন বছর

জেন আলফা বদলে দিচ্ছে আগামীর খাদ্যাভ্যাস

নতুন বছরে আপনার ঘরে আনুন সচেতন পরিবর্তন

সন্ধ্যায় চায়ের সঙ্গে টা চাই? ঝটপট তৈরি করে নিন মুচমুচে পেঁয়াজু

ছোট ঘর সাজান মাল্টিফাংশনাল আসবাবে

জাপানের ‘অলিখিত নিয়ম’—যেগুলো না জানলে বিব্রত হতে পারেন পর্যটকেরা

নতুন বছরে চুলের ছাঁটে বদল আনতে চাচ্ছেন? এই হেয়ারকাটগুলো বিবেচনায় রাখতে পারেন

আজকের রাশিফল: অন্যের নামে সঙ্গীকে ডেকে হুলুস্থুল বাধাবেন, হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা