হোম > জীবনধারা

অফিসের ড্রয়ারে যা রাখবেন

লাইফস্টাইল ডেস্ক

দিনের বেশির ভাগসময় অফিসে কাটাতে হয়। তাই নিজের যত্ন নেওয়ার একটা পথও সেখানে তৈরি করে রাখতে হবে। নিজস্ব ড্রয়ারে কয়েকটি জিনিস রাখলে যত্ন নেওয়ায় কমতি হবে না। 

  •  সারা দিন এসি রুমে বসে কাজ করতে হয় বলে ত্বক ও ঠোঁট শুষ্ক হয়ে যায়। ঠোঁট ফেটে যাওয়া রোধে অফিস ডেস্কে একটি লিপবাম রেখে দিন এবং সুবিধামতো সময়ে ব্যবহার করুন। এতে ঠোঁট নরম ও আর্দ্র থাকবে।
  • ভালো মানের একটি হ্যান্ড ক্রিম রাখুন। খাওয়ার পর হাত ধুয়ে হ্যান্ড ক্রিম মেখে নিলে হাত কোমল আর নরম থাকবে।
  • ডেস্কে কমপ্যাক্ট রাখুন। বিকেলে এক ফাঁকে মুখে বুলিয়ে নিন কমপ্যাক্টের পাফ। তরতাজা দেখাবে। 
  • ডেস্কে একটা ন্য়ুড এবং গাঢ় রঙের লিপস্টিক রাখুন। হঠাৎ মিটিং পড়ে গেলে যাতে ঠোঁটে বুলিয়ে নেওয়া যায়।
  • সারা দিনে বেশ কয়েকবার যাতে চুল আঁচড়ে নেওয়া যায়, সে জন্য একটা হেয়ার ব্রাশও রাখুন ড্রয়ারে। এতে ব্যাগ পাল্টে নেওয়ার সময় চিরুনি নিতে ভুলে গেলেও অসুবিধা হবে না।
  • গরমের দিনে তো বটেই, শীতের দিনেও চটজলদি তরতাজা ভাব ফিরে পেতে একটা ছোট্ট বডি স্প্রে রাখুন ড্রয়ারে। সারা দিন সুগন্ধ ঘিরে থাকবে আপনাকে। 

সূত্র: ফেমিনা ও অন্যান্য

এই শীতে উজ্জ্বল ত্বকের জন্য যে ৫টি ফল খেতে হবে

সুখী ও দীর্ঘমেয়াদি দাম্পত্যজীবনের ১০টি টিপস

নখের ক্যানভাসে স্বপ্নের কারিগর: বেকি হলিস

শীতের সতেজ ডালি: বয়সকে হার মানানোর প্রাকৃতিক দাওয়াই

আজকের রাশিফল: রোমান্সের চেয়ে তর্কের যোগ বেশি, মেজাজটা পকেটে রাখুন

ইউরোপে বদলে যাচ্ছে ‘গোল্ডেন ভিসা’র নিয়ম

প্রিয়জনদের খুশি রাখার সহজ উপায়

ভাগ্যবান হতে চান? গবেষণা বলছে, উপায় আছে

শীতের স্য়ুপের সঙ্গে বাড়িতেই তৈরি করে নিন অনথন

সুন্দর ও ফিট থাকার ডায়েট