হোম > জীবনধারা

অফিসের ড্রয়ারে যা রাখবেন

লাইফস্টাইল ডেস্ক

দিনের বেশির ভাগসময় অফিসে কাটাতে হয়। তাই নিজের যত্ন নেওয়ার একটা পথও সেখানে তৈরি করে রাখতে হবে। নিজস্ব ড্রয়ারে কয়েকটি জিনিস রাখলে যত্ন নেওয়ায় কমতি হবে না। 

  •  সারা দিন এসি রুমে বসে কাজ করতে হয় বলে ত্বক ও ঠোঁট শুষ্ক হয়ে যায়। ঠোঁট ফেটে যাওয়া রোধে অফিস ডেস্কে একটি লিপবাম রেখে দিন এবং সুবিধামতো সময়ে ব্যবহার করুন। এতে ঠোঁট নরম ও আর্দ্র থাকবে।
  • ভালো মানের একটি হ্যান্ড ক্রিম রাখুন। খাওয়ার পর হাত ধুয়ে হ্যান্ড ক্রিম মেখে নিলে হাত কোমল আর নরম থাকবে।
  • ডেস্কে কমপ্যাক্ট রাখুন। বিকেলে এক ফাঁকে মুখে বুলিয়ে নিন কমপ্যাক্টের পাফ। তরতাজা দেখাবে। 
  • ডেস্কে একটা ন্য়ুড এবং গাঢ় রঙের লিপস্টিক রাখুন। হঠাৎ মিটিং পড়ে গেলে যাতে ঠোঁটে বুলিয়ে নেওয়া যায়।
  • সারা দিনে বেশ কয়েকবার যাতে চুল আঁচড়ে নেওয়া যায়, সে জন্য একটা হেয়ার ব্রাশও রাখুন ড্রয়ারে। এতে ব্যাগ পাল্টে নেওয়ার সময় চিরুনি নিতে ভুলে গেলেও অসুবিধা হবে না।
  • গরমের দিনে তো বটেই, শীতের দিনেও চটজলদি তরতাজা ভাব ফিরে পেতে একটা ছোট্ট বডি স্প্রে রাখুন ড্রয়ারে। সারা দিন সুগন্ধ ঘিরে থাকবে আপনাকে। 

সূত্র: ফেমিনা ও অন্যান্য

খেজুর গুড়ের ক্ষীর

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

একটু হাঁটুন, সুস্থ থাকুন

জীবন বদলে দিতে এবার নিজেকে গ্রহণ করুন

ঘরে সঠিক লাইটিং করতে যে ১০টি ভুল করবেন না

যে ৪ অমিল দাম্পত্য সম্পর্ক ভাঙার কারণ

একই সম্পর্কে বারবার ফিরে আসা কেন?

সূর্য প্রভাবের এ বছর ফ্যাশনে থাকবে হলুদ রং

ফুলকপি ও মাছের কাটলেট

আজকের রাশিফল: চোখাচোখি হওয়ার প্রবল সম্ভাবনা, বসের নেক নজরে পড়বেন