হোম > জীবনধারা

ত্বকের যত্নে বরফ

ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করতে, রোদের পোড়া দাগ দূর করতে এবং ত্বক তরতাজা রাখতে বরফের জুড়ি নেই। তবে সাধারণ পানি দিয়ে তৈরি বরফ ব্যবহারে এসব উপকার পাওয়া যায় না। এই বরফ তৈরি করতে বিশেষ কিছু উপাদান ব্যবহার করতে হবে।

 
অ্যালোভেরা ও তুলসী
অ্যালোভেরা ত্বকের অতিরিক্ত তেল দূর করে। পাশাপাশি এটি ব্রণ দূর করতে সহায়তা করে। অন্যদিকে তুলসীর পাতায় রয়েছে গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে আরাম দেয়। এ দুটি উপাদানের সংমিশ্রণ রোদে পোড়া দাগ তুলতে ভালো কাজ করে। একমুঠো তুলসীর পাতা ও দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল এক কাপ পানির সঙ্গে মিক্সচারে দিয়ে পেস্ট করে আইস কিউব ট্রেতে ডিপ ফ্রিজে রেখে দিন। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন।

কফি আইস
ত্বকের উজ্জ্বলতায় কফিগুঁড়োর তুলনা নেই। গরমে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পেতে রাতে কফি দিয়ে তৈরি বরফ মুখে ব্যবহার করতে পারেন। একটি মগে গরম পানি নিয়ে তাতে দুই টেবিল চামচ কফিগুঁড়ো দিয়ে নেড়ে ঠান্ডা করুন। এরপর আইস কিউব ট্রেতে ঢেলে বরফ করুন।

শসা ও লেবুর বরফ
ভিটামিন সি-তে পরিপূর্ণ শসা ও লেবু দুটোই শরীরে পানির ভারসাম্য বজায় রাখে ও ত্বককে তরতাজা করে। অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ শসা ও লেবু ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ দুই উপাদান একসঙ্গে বরফ করে ত্বকে ব্যবহার করলে বাড়ে রক্ত সঞ্চালন। পাশাপাশি ব্রণ, দাগ ও ত্বকের লালচে ভাব দূর করতে খুব ভালো কাজ করে।

দুধ
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, লালচে ভাব কমাতে ও ত্বকের ময়লা কাটাতে দুধ খুবই উপকারী। আইস কিউব ট্রেতে দুধ বরফ করে রাখুন। বাইরে থেকে ফিরে মুখে এই বরফ ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। তারপর ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

গোলাপজল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গোলাপজল খুব ভালো কাজ করে। পানি ও গোলাপজল ১:১ অনুপাতে মিশিয়ে বরফ করে রাখুন। 
বলিরেখা দূর করতে এই বরফ মুখে ম্যাসাজ করা যেতে পারে। নিষ্প্রাণ ত্বকে তরতাজা ভাব ফিরিয়ে আনতে গোলাপজল দিয়ে তৈরি বরফ ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

রান্নায় অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার কতটা নিরাপদ বা কতটা ঝুঁকি

জাপানিরা কেন কাঁচা ডিম খায়!

কোন খাবারে কীভাবে রসুন ব্যবহার করবেন, জেনে নিন

নারী ও পুরুষের মস্তিষ্ক কি আসলেই আলাদা? গবেষকেরা কী বলছেন

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

সকালের নাশতা কখন খাবেন

ঢাকায় স্কুলের ফুটবল টিমে গোলকিপার ছিলেন জাইমা রহমান

বড়দিনে কেন টার্কি খাওয়া হয়, প্রচলন হয়েছিল কীভাবে

কাজুবাদাম কেন খাবেন, কতটুকু খাবেন

গরম কড়াইয়ে কেন ঠান্ডা পানি ঢালবেন না