হোম > জীবনধারা

সুন্দরে সাবধান

রিক্তা রিচি, ঢাকা

ঘুম ভেঙে যদি দেখেন জানালার গ্রিলে রুবি নেকলেস কিংবা লতানো গাছ ঝুলছে, আর তাকে চোখ রাঙিয়ে ঘরে ঢুকছে সূর্যের আলো, তাহলে সকালটা অন্য রকম ভালো লাগায় ভরে উঠবে। জানালা, ঘর অথবা বারান্দা-সব জায়গায় সবুজের সমারোহ আপনাকে প্রশান্তি দেবে সন্দেহ নেই।

কিন্তু জানেন কি, ঘরের শোভাবর্ধনকারী হিসেবে যে গাছগুলোর বেশ সুনাম রয়েছে, সেগুলোও আপনার শিশু ও পোষা প্রাণীর জন্য ভয়ানক হতে পারে? কিছু কিছু গাছ আছে, যেগুলো ঘরে রাখা উচিত নয়। কারণ সেসব গাছ আপনার বা আপনার শিশুর কিংবা আপনার পোষা প্রাণীর ক্ষতি করতে পারে। তাই ঘরে রাখা যায় তেমন সব উদ্ভিদের রূপ দেখে মজে যাবেন না। একটু খোঁজখবর করে তবেই সেসব উদ্ভিদ ঘরে রাখুন শোভা বাড়ানোর জন্য। নইলে বিপদে পড়বেন।

পিস লিলি
পিস লিলিকে দেখলেই অন্য রকম ভালো লাগা কাজ করে। এই গাছে সাদা রঙের ফুল ফোটে, যা দেখে চোখের শান্তি মেলে। ঘরের যেকোনো কোণেই বেড়ে ওঠে এই গাছ। আলোর চেয়ে ছায়াই পছন্দ করে  এটি। সপ্তাহে একবার পানি দিলেই অবাধে বাড়তে থাকে। খুব একটা আদর-যত্ন চায় না সে। আবার এটি খুব সহজেই বাতাস বিষমুক্ত করতে পারে। যত্ন খুব সহজ হলেও, এ গাছটি ঘরে না রাখাই ভালো। কারণ, আপনার শিশু কিংবা পোষা প্রাণী যদি ভুল করে এই গাছের পাতা খেয়ে ফেলে, তাহলে বিপদ হতে পারে।

মুখ ও ঠোঁট ফুলে গিয়ে অনাসৃষ্টি তৈরি করতে পারে। বমি বমি ভাব, বমি, এমনকি ডায়রিয়াও হতে পারে এ গাছটির জন্য। সৌন্দর্যবর্ধনে যদি এ গাছ ঘরে রাখতে চান, তাহলে সচেতন থাকুন। নয়তো আপনার সোনামণির ক্ষতি হতে পারে।

মনসটেরা
বসার ঘরে সবুজের সমারোহ পেতে অনেকে এক কোণে রেখে দেন মনসটেরা। এ গাছটি মূলত বড় বড় পাতার জন্যই প্রিয়। দেখতে অনেকটা কচুপাতার মতো মনে হলেও এটি কচুপাতা নয়। গাছটির পাতার ডিজাইন দেখলেই আপনার ভালো লেগে যাবে। অল্প কিংবা বেশি, সব আলোতেই এ গাছটি বেঁচে থাকতে পারে। দৃষ্টিনন্দন এই গাছ ঘরে আনার আগে আপনাকে এ বিষয়ে কিছু তথ্য জেনে নিতে হবে। বিবেচনায় রাখতে হবে, মনসটেরা পাতার রস শিশুদের ত্বকে লাগলে কিংবা চোখে ঢুকলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভুলে যদি শিশুরা এ পাতা চিবিয়ে ফেলে, তাহলে মুখ ও গলা ফুলে যেতে পারে। ঠোঁট ও মুখ অবশ হয়ে যেতে পারে এবং কণ্ঠস্বর বিকৃত হতে পারে।

স্নেক প্ল্যান্ট
অন্যান্য ইনডোর প্ল্যান্টের মতো এই গাছের বেশি যত্ন ও মনোযোগের প্রয়োজন হয় না। অনাদরে ও অনায়াসে সুন্দরভাবে বেঁচে থাকে এটি। তবে জানেন কি, আপনি খুব শখ করে যে স্নেক প্ল্যান্টটি ঘরে রাখছেন, সেই প্ল্যান্ট আপনার শিশু ও পোষা প্রাণীর জন্য ক্ষতিকর হতে পারে। এ গাছ ঘরে থাকলে আপনার বিষণ্নতা বাড়তে পারে। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল লক্ষণ, যেমন বমি, ডায়রিয়া, ক্ষুধামান্দ্য ইত্যাদিও হতে পারে। এ গাছের পাতা শিশু ও পোষা প্রাণীর ক্ষতি করতে পারে।

অ্যালোকেশিয়া
এটি দেখতে কচুগাছের মতো। ভীষণ অভিমানী গাছ অ্যালোকেশিয়ার পাতার মধ্যে সামুদ্রিক স্টিং রে-এর জালের মতো বিস্তৃত প্যাটার্ন রয়েছে। এ কারণে এটি বেশ দৃষ্টিনন্দন। ফলে এটি ঘরের সৌন্দর্যও বাড়ায় অন্য অনেক ইনডোর প্ল্যান্টের চেয়ে বেশি। তবে এই গাছের কিছু প্রজাতিতে বিষাক্ত স্ফটিক আছে, যা থেকে গলা চুলকাতে পারে, জিহ্বা অবশ হয়ে যেতে পারে, গলা ফুলে গিয়ে শ্বাসরোধের মতো ঘটনাও ঘটতে পারে। আপনার ঘরে যদি
এই গাছ থাকে, তাহলে আজই সচেতন হোন।

ডাইফেনব্যাকিয়া
ডাইফেনব্যাকিয়ার সৌন্দর্য নিয়ে প্রশ্ন নেই। তবে এই গাছের পাতা ও কাণ্ডের রস খুব বিষাক্ত। কারণ গাছটি ক্যালসিয়াম অক্সালেট স্ফটিক নির্গত করে। এই গাছের পাতা কিংবা কাণ্ডের রস ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। অ্যালার্জির সংক্রমণ ঘটাতে পারে। ভুলেও যদি এই গাছের রস চোখে লাগে তাহলে মারাত্মক জ্বালাপোড়া হতে পারে। এমনকি এ থেকে দৃষ্টিহীন হওয়ার আশঙ্কাও থাকে। বড় কিংবা ছোটরা যদি ভুলেও এই পাতা চিবিয়ে ফেলে, তাহলে মৃত্যুও হতে পারে।

পোথস
এটি মানিপ্ল্যান্টের একটি প্রজাতি। পোথস প্রায় প্রত্যেকের ঘরেই থাকে। ইনডোর প্ল্যান্ট হিসেবে এটি জনপ্রিয়। তবে এ গাছের পাতা আপনার শিশুর জন্য ক্ষতির কারণ হতে পারে। শিশু যদি এ পাতা চিবিয়ে ফেলে, তাহলে গলা চুলকানো, ডায়রিয়া, বমি, পেটে গন্ডগোলের মতো সমস্যা দেখা দিতে পারে। কাজেই এটি বাসায় থাকলে শিশুদের নাগালের বাইরে রাখুন।

আজালিয়া, ডাম্বকেন, অ্যাডেনিয়াম, অ্যাগলোনিমা, ক্রোটন বা পাতাবাহার ইত্যাদি জনপ্রিয় ইনডোর প্ল্যান্টও কিছুমাত্রায় ক্ষতিকর। কাজেই সৌন্দর্য বাড়াতে ইনডোর প্ল্যান্ট ঘরে রাখলেও সাবধান থাকবেন।

সূত্র: দা বাম্প, ডেন গার্ডেন, জেজি প্ল্যান্ট

অতিরিক্ত মিষ্টি বা খাবার খাওয়ার পর সামলে নেবেন যেভাবে

এক তরুণের হাত ধরে ভাগ্য ফিরল পুরো গ্রামের

শীতে ত্বক সজীব ও ব্রণ দূর করতে ব্যবহার করুন বেসনে তৈরি এ প্যাকগুলো

শীতকাল যেভাবে সেলিব্রেট করতে পারেন

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ

আজকের রাশিফল: ঝগড়া করার খুব ইচ্ছা হবে, ঘরের বসকে মেনে চলুন

২০২৬ সালে যে অভ্যাসগুলো আপনাকে সফল করে তুলতে পারে

ডায়াবেটিসের রোগীদের কেন সময় মতো খাবার খাওয়া জরুরি

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি