হোম > জীবনধারা

চুল পড়ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চুল পড়া রোধে পরামর্শ দিয়েছেন রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন:

দূষণ, ধুলোবালি, রোদ, কেমিক্যাল, অস্বাস্থ্যকর খাবারসহ বিভিন্ন কারণে চুল পড়ার সমস্যায় ভুগছেন অনেকেই। বলা ভালো, চুল পড়া যেন এখন একটি সাধারণ সমস্যা। অনেক ধরনের প্যাক ব্যবহার করে, শ্যাম্পু বদলেও অনেক সময় এই সমস্যার সমাধান করা যায় না।

আফরোজা পারভীন বলেন, মেথি আমাদের চুলের জন্য খুবই উপকারী। মেথি বেটে চুলের গোড়ায় নিয়মিত ব্যবহারে চুল গজাবে। এ জন্য এক কাপ মেথি পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে। সকালে তা বেটে মাথার ত্বকে লাগাতে হবে। এভাবে প্রতিদিন চুলে মেথিবাটা ব্যবহার করা যাবে। চাইলে দুই দিন পরপরও মাথার ত্বকে ব্যবহার করতে পারেন এটি। এভাবে অন্তত এক টানা তিন মাস ব্যবহারের পর দেখা যাবে ছোট ছোট চুল গজিয়েছে।

মেথির আরও ব্যবহার

  • চুল মসৃণ করতে মেথিবাটার সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্যবহারে উপকার পাওয়া যায়। এই মিশ্রণ চুলের গোড়া মজবুত করে।
  • তিন টেবিল চামচ মেথিবাটার সঙ্গে কুসুম গরম নারকেল তেল মিশিয়ে মাথার ত্বকে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এতে চুল হবে ঝলমলে।
  • খুশকি দূর করতেও মেথির জুড়ি নেই। দুই টেবিল চামচ মেথিবাটার সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।
  • মেথিবাটার সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। এরপর শ্যাম্পু করে চুল শুকিয়ে ফেলুন। এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে চুল গজাবে এবং দ্রুত বড় হবে।

ভ্রমণে যাওয়ার আগে জানুন এ বছরের ট্রেন্ড

বলিউড তারকাদের নিউ ইয়ার রেজল্য়ুশন

৭ প্রশ্নে সম্পর্ক চাঙা করুন

শীতের রাতে হাঁসের ঝাল ভুনা

গ্রামের বাইরে বিয়ে করলেই জরিমানা

আজকের রাশিফল: বিবাহিত জীবনে ‘তৃতীয় ব্যক্তি’ কড়া নাড়বে, তবে ভয়ের কিছু নেই

নতুন বছরে এক সপ্তাহ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, দেখুন কী হয়

কর্মক্ষেত্রে নতুন বছরে হোক নতুন সংকল্প

২০২৬ সালে এশিয়ার সেরা দুই ‘ফুড ডেস্টিনেশন’

শীতের মৌসুমে উত্তরবঙ্গের পথে-প্রান্তরে