হোম > জীবনধারা

চুল পড়ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চুল পড়া রোধে পরামর্শ দিয়েছেন রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন:

দূষণ, ধুলোবালি, রোদ, কেমিক্যাল, অস্বাস্থ্যকর খাবারসহ বিভিন্ন কারণে চুল পড়ার সমস্যায় ভুগছেন অনেকেই। বলা ভালো, চুল পড়া যেন এখন একটি সাধারণ সমস্যা। অনেক ধরনের প্যাক ব্যবহার করে, শ্যাম্পু বদলেও অনেক সময় এই সমস্যার সমাধান করা যায় না।

আফরোজা পারভীন বলেন, মেথি আমাদের চুলের জন্য খুবই উপকারী। মেথি বেটে চুলের গোড়ায় নিয়মিত ব্যবহারে চুল গজাবে। এ জন্য এক কাপ মেথি পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে। সকালে তা বেটে মাথার ত্বকে লাগাতে হবে। এভাবে প্রতিদিন চুলে মেথিবাটা ব্যবহার করা যাবে। চাইলে দুই দিন পরপরও মাথার ত্বকে ব্যবহার করতে পারেন এটি। এভাবে অন্তত এক টানা তিন মাস ব্যবহারের পর দেখা যাবে ছোট ছোট চুল গজিয়েছে।

মেথির আরও ব্যবহার

  • চুল মসৃণ করতে মেথিবাটার সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্যবহারে উপকার পাওয়া যায়। এই মিশ্রণ চুলের গোড়া মজবুত করে।
  • তিন টেবিল চামচ মেথিবাটার সঙ্গে কুসুম গরম নারকেল তেল মিশিয়ে মাথার ত্বকে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এতে চুল হবে ঝলমলে।
  • খুশকি দূর করতেও মেথির জুড়ি নেই। দুই টেবিল চামচ মেথিবাটার সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।
  • মেথিবাটার সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। এরপর শ্যাম্পু করে চুল শুকিয়ে ফেলুন। এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে চুল গজাবে এবং দ্রুত বড় হবে।

রেস্তোরাঁ নয়, বাড়িতেই তৈরি করুন ক্রিস্পি চিকেন ফ্রাই

পৌষের হাওয়া লেগে ফাটছে গোড়ালি? সমাধান আছে ঘরেই

শীতে সব ধরনের চুলের জন্য ৫টি সেরা প্রাকৃতিক কন্ডিশনার

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

শীতের সকাল শুরু হোক সুস্বাদু ও স্বাস্থ্যকর স্যুপ দিয়ে

নেপালের মহাপরিকল্পনায় এভারেস্ট রক্ষা পাবে তো?

গম্বুজ তলে শব্দের মেলা, পাঁচ পাঠাগারের কাব্যিক অভিযাত্রা

উত্তরের হিম রাজ্যে তুষারবিলাসের রোমাঞ্চ, হিমাঙ্কের নিচে তপ্ত রাত

আজকের রাশিফল: অহেতুক তর্কে মৌনতাই শ্রেয়, ঘর গোছাতে গিয়ে মাথা অগোছালো হবে

স্কিন টাইপ বা ত্বকের ধরন জানা কেন জরুরি: সুস্থ ত্বকের প্রথম ধাপ