হোম > নারী > আইনি পরামর্শ

সম্পত্তি আপসে ভাগ না হলে আদালতে যেতে হবে

ইফফাত গিয়াস আরেফিন

প্রশ্ন: আমরা চার বোন। কোনো ভাই নেই। কিছুদিন আগে বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পরপরই চাচাতো ভাইয়েরা সম্পত্তি নিয়ে নানা রকম ঝামেলা বাধানোর চেষ্টা করছে। তারা বলছে, ভাই নেই বলে মা এবং আমরা বাবার সম্পত্তির কোনো অংশই পাব না। এটা কি সত্যি? যদি না হয়, তাহলে এই মুহূর্তে বাবার সম্পত্তি বুঝে নিতে আমরা কী করতে পারি?
সাবিহা, টাঙ্গাইল

উত্তর: না, সত্যি নয়। মৃত্যুর সময় ওয়ারিশ হিসেবে তিনি স্ত্রী, চার কন্যাসন্তান এবং ভাইবোন রেখে গেছেন। প্রশ্ন থেকে যতটুকু বুঝতে পারছি, আপনার দাদা-দাদি বেঁচে নেই। বেঁচে থাকলে তাঁরাও ওয়ারিশ হতেন। উত্তরাধিকার হিসেবে অবশ্যই আপনার মা এবং আপনারা চার বোন বাবার সম্পত্তি পাবেন। আপনার মা মোট সম্পত্তির ৮ ভাগের ১ ভাগ এবং আপনারা চার বোন মোট সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ পাবেন। এরপর বাকি যে সম্পত্তি থাকবে, তা আপনার বাবার ভাইবোনদের মধ্যে ভাগ হবে। এই মুহূর্তে সম্পত্তি বুঝে নিতে প্রথমেই আপনাদের বাবার মৃত্যুসনদ ও ওয়ারিশনামা বের করতে হবে। এলাকার ওয়ার্ড কমিশনার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আপনি ওয়ারিশান সনদ পাবেন। তারপর চাইলে এই সনদ অনুযায়ী আপনারা নিজেদের মধ্যে আপসে সম্পত্তি বণ্টন করে নিতে পারেন। সম্পত্তি যদি আপনাদের দখলে থাকে, তাহলে ঝামেলা কম হবে। আপসে যদি সম্পত্তি ভাগ করা না যায়, তাহলে আদালতের আশ্রয় নিতে হবে। আদালতে ওয়ারিশদের অন্তর্ভুক্ত করে পার্টিশন স্যুট বা বাঁটোয়ারা মামলা করতে হবে। আদালত তখন ওয়ারিশদের মধ্যে আপনার বাবার সম্পত্তি ভাগ করে দেবেন এবং সেই অনুযায়ী আপনারা দখল বুঝে নিতে পারবেন।

পরামর্শ দিয়েছেন: ব্যারিস্টার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সুখী ও দীর্ঘমেয়াদি দাম্পত্যজীবনের ১০টি টিপস

নখের ক্যানভাসে স্বপ্নের কারিগর: বেকি হলিস

শীতের সতেজ ডালি: বয়সকে হার মানানোর প্রাকৃতিক দাওয়াই

আজকের রাশিফল: রোমান্সের চেয়ে তর্কের যোগ বেশি, মেজাজটা পকেটে রাখুন

ইউরোপে বদলে যাচ্ছে ‘গোল্ডেন ভিসা’র নিয়ম

প্রিয়জনদের খুশি রাখার সহজ উপায়

ভাগ্যবান হতে চান? গবেষণা বলছে, উপায় আছে

শীতের স্য়ুপের সঙ্গে বাড়িতেই তৈরি করে নিন অনথন

সুন্দর ও ফিট থাকার ডায়েট

রান্নাঘরের আগুন থেকে সতর্ক হবেন যেভাবে