শীতের পোশাকের ভিড়ে পছন্দের আরেকটি পোশাক হচ্ছে কটি বা ওয়েস্ট কোট। বছরজুড়ে ফ্যাশনে সব সময়ই আলাদা করে জায়গা দখল করে রেখেছে পাঞ্জাবি। আর শীতকালে যখন পরতেই হবে, তাই সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে পরতে কটি বেশ জনপ্রিয়।
শীতকাল ছাড়া অন্যান্য ঋতুতেও কটির কদর রয়েছে তরুণ থেকে শুরু করে যেকোনো বয়সের পুরুষদের কাছে। বিয়ে কিংবা যেকোনো অনুষ্ঠানে পাঞ্জাবি অথবা অন্য কোনো পোশাকের সঙ্গে কটি যেমন স্টাইলিশ, তেমনি থাকা যায় স্বাচ্ছন্দ্যে।
এবারের শীতে কে ক্র্যাফটে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রিন্টের একরঙাসহ নানা ধরনের কটি।কে ক্র্যাফটের শীতের কালেকশন থেকে আপনার পছন্দের স্মার্ট ক্যাজুয়াল
শার্ট অথবা কটি বেছে নিতে ঘুরে আসতে পারেন কে ক্র্যাফটের শোরুমে। এ ছাড়া অনলাইন স্টোর থেকে কিনতে ভিজিট করতে পারেন kaykraft.com-এ।