সৌদি আরব ভ্রমণে গেলে বিমানবন্দর কিংবা যেখানে থাকবেন তার আশপাশের কোনো দোকান থেকে সহজেই একটি সিম কার্ড সংগ্রহ করতে পারবেন। এখন সেখানে কোনো দুর্ঘটনায় পড়লে কিংবা ভ্রমণ বা এ ধরনের কোনো বিষয়ে খোঁজ নিতে চাইলে কী করবেন? এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেসব নম্বর আপনার জানা দরকার সেগুলোই আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজের সূত্রে দেওয়া হলো এখানে।
ইমারজেন্সি নম্বর
১. পুলিশ: ৯৯৯
২. সৌদি অ্যাম্বুলেন্স: ৯৯৭
৩. সিভিল ডিফেন্স: ৯৯৮
৪. সৌদি ট্রাফিক পুলিশ: ৯৯৩
৫. হাইওয়ে পেট্রল: ৯৯৬
৬. জেনারেল ডিরেক্টরেট অব বর্ডার গার্ড: ৯৯৪
পর্যটকদের জন্য বিশেষভাবে দরকারি কিছু নম্বর
৭. পর্যটকদের জন্য স্থানীয় কল সেন্টার: ৯৩০
৮. টুরিজম কল সেন্টারের আন্তর্জাতিক নম্বর: + ৯৬৬৯২০০০০৮৯০
৯. ভিসা সংক্রান্ত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের নম্বর: ৯৯২
সেবামূলক বা কাস্টমার সার্ভিস
১০. সৌদি মিউনিসিপ্যাল বা পৌরসভা: ৯৪০
১১. ইলেকট্রিসিটি কোম্পানির জরুরি যোগাযোগ: ৯৩৩
১২. বাস ও ট্যাক্সির ব্যাপারে তথ্য জানতে যোগাযোগ মন্ত্রণালয়ের নম্বর: ৯৩৮
১৩. হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কল সেন্টারের নম্বর: + ৯৬৬৯২০০০২৮১৪
১৪. ভোক্তাদের অভিযোগের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কল সেন্টারের নম্বর: ৯৩৫
১৫. ভোক্তাদের নিরাপত্তার জন্য সৌদি সেন্ট্রাল ব্যাংকের কল সেন্টারের নম্বর: ৮০০–১২৫–৬৬৬৬
জননিরাপত্তা বিষয়ক কিছু নম্বর
১৬. জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি: ৯৮৯
১৭. সৌদি টেলিফোন ডিরেক্টরি: ৯০৫
১৮. জরুরি স্বাস্থ্য সহায়তা বিষয়ে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কল সেন্টারের নম্বর: ৯৩৭
১৯. জেনারেল ডিরেক্টরেট অব নারকোটিকস কন্ট্রোল: ৯৯৫