বিয়ের মৌসুমকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে ব্রাদার্স ফার্নিচার আয়োজন করছে ‘ওয়েডিং উইশলিস্ট’ শিরোনামে বিক্রয় কার্যক্রম।
সম্প্রতি এই ওয়েডিং উইশলিস্ট অফারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের চেয়ারম্যান হাবিবুর রহমান সরকার এবং বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মো. মনিরুল ইসলাম বখশী।
ব্যতিক্রমধর্মী এই বিক্রয় কার্যক্রমে বর-কনে তাদের বিয়েতে নিজেদের পছন্দের উপহারের তালিকা তৈরি করে তা শেয়ার করতে পারবেন যে কারও সঙ্গে। সেই তালিকা থেকে অনেকে মিলে একসঙ্গে বর-কনেকে উপহার কিনে দিতে পারবে। এ ছাড়া ব্রাদার্স ফার্নিচারে ওয়েডিং অফারে পাওয়া যাবে ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়।