হোম > জীবনধারা

পূজার উপহারে কী দেবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূজা শুরু হয়ে গেছে। শপিং মল, অনলাইন আর গিফট শপে ঘুরে বেড়ানো শুরু হয়েছে আরও ঢের আগে থেকেই। উৎসব মানে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য উপহার কেনা। শুধু উপহার কিনলেই হবে? উপহার পেয়ে যেন প্রিয়জনের মুখে হাসি ফোটে, তা-ও ভাবতে হবে।

এমন উপহার কিনুন যা প্রয়োজনও মেটাবে আবার যুগোপযোগীও হবে। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য, যেমন বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, চাচা-চাচিদের জন্য পোশাক, বেডশিট, পিতলের পানদানি, থালাবাটি কিনতে পারেন। আবার চাকরিজীবী ও দীর্ঘদিন ঘুরতে বের হন না এমন ভ্রমণপ্রিয় দম্পতি আত্মীয়ের মন ভালো করতে বেড়াতে যাওয়ার টিকিট কেটে দিতে পারেন। দেওয়া যেতে পারে নতুন ঘর সাজানোর আসবাব ও উপকরণও।

টিনএজ ভাইবোন বা ছেলেমেয়ে থাকলে উপহার দেওয়া যেতে পারে গিফট কুপন, বই, মেকআপ কিট, শেভিং কিট, টি-শার্ট, হালকা ব্যায়ামের কিট ইত্যাদি।

পরিবারের পুরুষ সদস্যদের নতুন পোশাক উপহারের পাশাপাশি দেওয়া যেতে পারে ঘড়ি, টাই, বেল্ট, ব্রেসলেট, ওয়ালেট ইত্যাদি। অন্যদিকে নারী সদস্যদের জন্য বরাদ্দ থাকতে পারে স্বর্ণের ছোট্ট কোনো অলংকার। গৎবাঁধা এসব উপহারের বাইরে গিয়ে দিতে পারেন কুকিং অ্যাপ্লায়েন্সও।

যাঁরা লেখালেখি করতে পছন্দ করেন, তাঁদের জন্য নোটবুকও ভাবা যেতে পারে। অনেক বয়োজ্যেষ্ঠ সদস্য এখনো হাতে লিখতে পছন্দ করেন। নোটবুকের সঙ্গে ভালো কলমও উপহার দেওয়া যেতে পারে।

উপহারগুলো সুন্দর করে গিফট পেপারে মুড়িয়ে রঙিন ফিতায় বেঁধে তুলে দিন প্রিয়জনের হাতে।

সুন্দর ও ফিট থাকার ডায়েট

রান্নাঘরের আগুন থেকে সতর্ক হবেন যেভাবে

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

পোশাকেও ক্যান্ডি ফ্লেভার!

কালিজিরা খেলে চুল পাকা কিছু কমে

চাকরিকে ‘সিচুয়েশনশিপ’ হিসেবে দেখছে জেন-জি, বলছে গবেষণা

দীর্ঘদিন কলা টাটকা রাখার উপায়

বাসন ধুতে গিয়ে হাত শুষ্ক হওয়া ঠেকাতে বেছে নিন ডিশওয়াশিং লিকুইডের প্রাকৃতিক বিকল্প

কৃতি শ্যাননের মতো মসৃণ, দাগমুক্ত ত্বক চান? ব্যবহার করুন গ্লিসারিন

আজকের রাশিফল: বিদেশ থেকে কোনো ভালো খবর আসবে, সবকিছুতে যুক্তি খুঁজতে নেই