হোম > জীবনধারা

পূজার উপহারে কী দেবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূজা শুরু হয়ে গেছে। শপিং মল, অনলাইন আর গিফট শপে ঘুরে বেড়ানো শুরু হয়েছে আরও ঢের আগে থেকেই। উৎসব মানে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য উপহার কেনা। শুধু উপহার কিনলেই হবে? উপহার পেয়ে যেন প্রিয়জনের মুখে হাসি ফোটে, তা-ও ভাবতে হবে।

এমন উপহার কিনুন যা প্রয়োজনও মেটাবে আবার যুগোপযোগীও হবে। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য, যেমন বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, চাচা-চাচিদের জন্য পোশাক, বেডশিট, পিতলের পানদানি, থালাবাটি কিনতে পারেন। আবার চাকরিজীবী ও দীর্ঘদিন ঘুরতে বের হন না এমন ভ্রমণপ্রিয় দম্পতি আত্মীয়ের মন ভালো করতে বেড়াতে যাওয়ার টিকিট কেটে দিতে পারেন। দেওয়া যেতে পারে নতুন ঘর সাজানোর আসবাব ও উপকরণও।

টিনএজ ভাইবোন বা ছেলেমেয়ে থাকলে উপহার দেওয়া যেতে পারে গিফট কুপন, বই, মেকআপ কিট, শেভিং কিট, টি-শার্ট, হালকা ব্যায়ামের কিট ইত্যাদি।

পরিবারের পুরুষ সদস্যদের নতুন পোশাক উপহারের পাশাপাশি দেওয়া যেতে পারে ঘড়ি, টাই, বেল্ট, ব্রেসলেট, ওয়ালেট ইত্যাদি। অন্যদিকে নারী সদস্যদের জন্য বরাদ্দ থাকতে পারে স্বর্ণের ছোট্ট কোনো অলংকার। গৎবাঁধা এসব উপহারের বাইরে গিয়ে দিতে পারেন কুকিং অ্যাপ্লায়েন্সও।

যাঁরা লেখালেখি করতে পছন্দ করেন, তাঁদের জন্য নোটবুকও ভাবা যেতে পারে। অনেক বয়োজ্যেষ্ঠ সদস্য এখনো হাতে লিখতে পছন্দ করেন। নোটবুকের সঙ্গে ভালো কলমও উপহার দেওয়া যেতে পারে।

উপহারগুলো সুন্দর করে গিফট পেপারে মুড়িয়ে রঙিন ফিতায় বেঁধে তুলে দিন প্রিয়জনের হাতে।

বাস, ট্রেন নাকি ট্যাক্সি, যেভাবে ঘুরে দেখবেন সিউল

চুকাই ফুল দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

এই শীতে উজ্জ্বল ত্বকের জন্য যে ৫টি ফল খেতে হবে

সুখী ও দীর্ঘমেয়াদি দাম্পত্যজীবনের ১০টি টিপস

নখের ক্যানভাসে স্বপ্নের কারিগর: বেকি হলিস

শীতের সতেজ ডালি: বয়সকে হার মানানোর প্রাকৃতিক দাওয়াই

আজকের রাশিফল: রোমান্সের চেয়ে তর্কের যোগ বেশি, মেজাজটা পকেটে রাখুন

ইউরোপে বদলে যাচ্ছে ‘গোল্ডেন ভিসা’র নিয়ম

প্রিয়জনদের খুশি রাখার সহজ উপায়