হোম > জীবনধারা

ভালো থাকুক কাঠের আসবাব

অলকানন্দা রায়, ঢাকা

রট আয়রনের বাইরে আসবাবগুলোর অধিকাংশই হয়ে থাকে কাঠের। সেগুন, মেহগনি, রেইনট্রি, ওক—কত রকমের কাঠেই না গড়ে ওঠে চেয়ার, টেবিল, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, কিচেন ক্যাবিনেটের মতো আসবাব। তবে আসবাব থাকলেই তো হলো না, চাই এসবের সঠিক যত্নও। সঠিক উপায়ে যত্ন না নিলে মলিন হয়ে পড়বে কাঠের রং।

রোজকার ধুলাবালু, নানান ধরনের দাগ যেমন কাঠের সৌন্দর্য নষ্ট করে ফেলবে, তেমনি নষ্ট করবে ঘরের আভিজাত্যও। আর তাই নিয়মিত যত্ন নিতে হবে ঘরে থাকা সব কাঠের আসবাবের। তবেই বছরের পর বছর ভালো থাকবে সেগুলো। 

  • প্রতিদিন আসবাবের গায়ে যে ধুলার আস্তরণ পড়ে, শুকনা নরম সুতির কাপড় দিয়ে সেগুলো মুছে নিতে হবে। রোজ এভাবে মুছে নিলে ধুলার স্তর এঁটে বসার সুযোগ পাবে না। না হলে ধুলা জমে কাঠের গায়ে জন্মাতে পারে বিভিন্ন ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া। আর সেগুলো হামেশা করতে পারে কাঠের ক্ষতি। আসবাব মোছার ক্ষেত্রে পানি এড়িয়ে চলতে হবে। কেননা, পানিও নষ্ট করে দেয় কাঠের গায়ের রং।
  • কড়া রোদ, বৃষ্টির পানিও নষ্ট করতে পারে কাঠের আসবাবের সৌন্দর্য। এ জন্য বৃষ্টি এলে যাতে দরজা বা জানালা গলে পানি ঢুকে আসবাব নষ্ট করতে না পারে, সেদিকে কড়া নজর রাখতে হবে। অন্যদিকে কড়া রোদ কাঠের রং নষ্ট করাসহ কাঠের আসবাবে ফাটলও ধরাতে পারে। এ জন্য জানালা বা দরজায় বেশির ভাগ সময় মোটা বা ভারী কাপড়ের পর্দা ব্যবহার করতে হবে।
  • কাঠের আসবাবের গায়ে থাকা নকশার ফাঁকের ধুলা সহজে পরিষ্কার করা যায় না। এ ক্ষেত্রে মোটা বা সরু, ফাঁকফোকরে ঢুকবে এমন মানানসই ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। খুব বেশি ময়লা জমে কালো বা আঠালো ভাব হলে সাবান কিংবা শ্যাম্পু মেশানো পানিতে তোয়ালে ভিজিয়ে হালকা করে ঘষে তুলে ফেলতে হবে।
  • বেড সাইড টেবিল, খাবার টেবিল, বসার ঘরের সেন্টার টেবিল কিংবা রান্নাঘরের ক্যাবিনেট– কোনোটাতেই সরাসরি কাঠের ওপর গরম কিছু রাখা যাবে না। তাপে কাঠের ঔজ্জ্বল্য নষ্ট হতে পারে, এমনকি দাগও বসে যেতে পারে। 

সূত্র: গুড হাউসকিপিং ও অন্যান্য

মিথ্যা বলার অভ্যাস ছাড়ার ৫ উপায়

যুক্তরাষ্ট্র যেসব কারণে ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে

শিশুর টিফিনে দিন নানা স্বাদের পুষ্টিকর প্যান কেক

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

ডিমের একঘেয়ে রেসিপি ছেড়ে খান স্ক্র্যাম্বলড এগ

গোসলে শান্তি পেতে ব্যবহার করুন বাথ সল্ট

দীর্ঘ জীবন নিশ্চিত করার ব্যায়ামের দিকে মানুষ ঝুঁকবে এ বছর

২৭ বছর হেঁটে পৃথিবী ভ্রমণ

হাকালুকির হিজল বনে

বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ হাবিপ্রবির নেপালি শিক্ষার্থীরা