কেনা আর উপহার মিলিয়ে নিশ্চয়ই বসার ঘরের সেন্টার টেবিলে স্তূপের মতো জমেছে বই। এত বই রাখবেন কোথায় ও কীভাবে, তা নিয়ে নিশ্চয়ই টেনশন হচ্ছে? ঘরে নতুন বই আসা মানে শেলফে বাড়তি জায়গা বের করা। আবার সঠিক উপায়ে সংরক্ষণ করতে না পারলে বই দ্রুত নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন বই সংরক্ষণ করতে কয়েকটি উপায় মেনে চলতে পারেন।