হোম > জীবনধারা > রেসিপি

পালং পুরি

আমাদের দেশে খুব বেশি না হলেও ভারতীয় খাবারে পালংশাক বেশ গুরুত্বপূর্ণ উপকরণ। এটি দিয়ে ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম খাবার তৈরি করা হয়। এর মধ্যে জনপ্রিয় হলো পালং পনির, পালং পাকোড়া, পালং স্যুপ ইত্যাদি। পালং কচুরিও একটি জনপ্রিয় খাবার। সে খাবারের রেসিপি ও ছবি পাঠিয়েছেন নীলু ইসলাম

উপকরণ
ময়দা ২ কাপ, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পালংশাক আধা কাপ। 

প্রণালি
পালংশাক সেদ্ধ করে অল্প পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। ডুবো তেলে ভাজার মতো তেল দিতে হবে ফ্রাই প্যানে।
দুটো পাত্র নিন। এর একটিতে এক কাপ ময়দা ও অন্য পাত্রে এক টেবিল চামচ ময়দা নিন। পরিমাণমতো লবণ দিয়ে এক কাপ ময়দাকে ময়ান দিন। এরপর পরিমাণমতো পানি দিয়ে মেখে সাদা ময়দার ডো বানিয়ে নিন। তারপর অল্প ময়দার পাত্রে পালংশাকের মিহি করে রাখা পেস্ট অল্প অল্প করে দিয়ে আরেকটা ডো বানান। এতে পানি দেবেন না। শুধু পালংশাক দিয়েই মাখিয়ে নিন। এরপর দুটো ডো ১০ মিনিট ঢেকে রাখুন। 

নির্দিষ্ট সময় পর সাদা ময়দার ডো দিয়ে একটি গোল রুটি বানান। আর পালংশাকের পেস্ট মেশানো সবুজ ময়দার ডো দিয়ে আরেকটি রুটি বানান। এখন সাদা রুটির ওপর সবুজ রুটিটি রাখুন। একধার থেকে রুটিকে মুড়িয়ে ফেলুন। এবার ছুরি দিয়ে ছয় টুকরা করুন।

একেক টুকরা দিয়ে একটা করে লুচি বানিয়ে গরম তেলে এপিঠ-ওপিঠ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পালং লুচি বা পুরি। পছন্দমতো যেকোনো তরকারির সঙ্গে খাওয়া যাবে।

সিনেমা দেখতে দেখতে খেতে পারেন চিকেন কাঠি কাবাব

নিয়মিত সুস্থ ও ইনজুরি মুক্ত থাকতে ৯ অভ্যাস গড়ে তুলুন

জেন-জি প্রজন্মের আসক্তি কী এই ‘লিটল ট্রিট’

শীতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন

আজকের রাশিফল: অফিসে বসের সুনজরে পড়বেন, বাতাসে প্রেমে পড়ার সুবাস

ভ্রমণে যাওয়ার আগে জানুন এ বছরের ট্রেন্ড

বলিউড তারকাদের নিউ ইয়ার রেজল্য়ুশন

৭ প্রশ্নে সম্পর্ক চাঙা করুন

শীতের রাতে হাঁসের ঝাল ভুনা

গ্রামের বাইরে বিয়ে করলেই জরিমানা