হোম > জীবনধারা

গ্লিসারিন ত্বককে নরম রাখে

শারমিন কচি

প্রশ্ন: ভ্রু প্লাক ও আপার লিপ থ্রেডিং করার পর ত্বক খুব জ্বালা করে। লোমকূপের গোড়া ফুলে ওঠে। এক দিন পর দেখা যায়, সুতার টানে কোথাও কোথাও কেটে গেছে। ধারণা করি, আমার ত্বক খুব পাতলা। সে ক্ষেত্রে কী করলে থ্রেডিংয়ে ব্যথা কম হবে এবং এ ধরনের সমস্যা এড়ানো যাবে?
মল্লিকা হাসান, ময়মনসিংহ

ভ্রু প্লাক করার পর মুখ অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে খুলে যাওয়া লোমকূপগুলো সংকুচিত হয়ে আসবে এবং ত্বকের লালচে ভাব দূর হবে। ত্বকে জ্বলা অনুভূত হলে অ্যালোভেরার জেল বা গোলাপজল লাগালে উপকার পাওয়া যাবে।

প্রশ্ন: প্রচণ্ড গরমে ত্বক খুব শুষ্ক হয়ে যাচ্ছে। মসৃণতা হারিয়ে যাচ্ছে। বারবার ময়শ্চারাইজার লাগাতে হচ্ছে। কোনো সহজ সমাধান আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা 

গ্লিসারিন ত্বককে করে তুলবে নরম ও হাইড্রেট। অন্যদিকে গোলাপজল ত্বককে উজ্জ্বল করে তুলবে। প্যাক তৈরি করতে ১ চা-চামচ বিশুদ্ধ গ্লিসারিনের সঙ্গে আধা চামচ গোলাপজল ভালো করে মিশিয়ে নিতে হবে। মুখ ও শরীরের ময়শ্চারাইজার হিসেবে মিশ্রণটি ব্যবহার করতে পারেন।

প্রশ্ন: আমি সাত মাস আগে চুল রিবন্ডিং করেছি। কিন্তু এখনই চুল ওয়েভি হয়ে যাচ্ছে। এর কারণ কী হতে পারে? রিবন্ডিং করানোর সময় কী কী বিষয় খেয়াল রাখতে হবে?
ফারহানা রহমান, দিনাজপুর

আপনি কোন ধরনের রিবন্ডিং করেছিলেন, তা উল্লেখ করেননি। হয়তো আপনি লং লাস্টিং রিবন্ডিং করেননি, তাই এমনটা হচ্ছে।

প্রশ্ন: মুখের লোম স্থায়ীভাবে তোলার নিরাপদ কোনো উপায় আছে কি? এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া কি থাকতে পারে? খরচ কেমন, তা কি জানানো সম্ভব?
টুম্পা ফারুক, খুলনা

এখন লোম তোলার অনেক ধরনের আধুনিক লেজার থেরাপি রয়েছে, যা দিয়ে সম্পূর্ণভাবে অবাঞ্ছিত দাগ দূর করা সম্ভব। খরচও হাতের নাগালে।

পরামর্শ দিয়েছেন

শারমিন কচি
রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী
বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

নোচে বুয়েনা: মেক্সিকোর এই বিশেষ বিয়ার শুধু বড়দিনেই মেলে

পোষা প্রাণী নিয়ে বিমানযাত্রার আগে জেনে নিন

স্বল্প খরচে নেপাল ভ্রমণের ১১ পরামর্শ

শেষকৃত্যের পরিকল্পনা নিজেরাই করছেন মার্কিন প্রবীণেরা

স্টেইনলেস স্টিলের হাঁড়িপাতিল ঠিক রাখতে জেনে নিন এই পদ্ধতিগুলো

কেনাকাটার জন্য যে দেশে নাগরিকদের দেওয়া হচ্ছে নগদ অর্থ

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

বড় দিনে কেক হবে না!

অনুষ্ঠানের আগে ত্বকের যত্ন নেবেন যেভাবে

ডেটি ডিসেম্বর: বিশ্বের অন্যতম বড় উৎসব