হোম > জীবনধারা > রূপবটিকা

গ্রীষ্মকালে গ্লিসারিন ত্বককে হাইড্রেটেড রাখে

শারমিন কচি

প্রশ্ন: আপার লিপ থ্রেডিং করার পর ত্বক খুব জ্বলে। লোমকূপের গোড়া ফুলে ওঠে। এক দিন পর দেখা যায়, সুতার টানে কোথাও কোথাও কেটে গেছে। কী করলে থ্রেডিংয়ে ব্যথা কম হবে এবং এ ধরনের সমস্যা এড়ানো যাবে?
তুলতুল রহমান, ময়মনসিংহ

থ্রেডিংয়ের পর মুখ অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে খুলে যাওয়া লোমকূপগুলো সংকুচিত হয়ে আসবে এবং ত্বকের লালচে ভাব দূর হবে। ত্বকে জ্বলা অনুভূত হলে অ্যালোভেরার জেল বা গোলাপজল লাগালে উপকার পাওয়া যাবে।

প্রশ্ন: প্রচণ্ড গরমে ত্বক খুব শুষ্ক হয়ে মসৃণতা হারাচ্ছে। বারবার ময়শ্চারাইজার লাগাতে হচ্ছে। কোনো সহজ সমাধান আছে কি?
শিরীন সুলতানা মনি, ঢাকা

গ্লিসারিন ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে নরম ও হাইড্রেট। অন্যদিকে গোলাপজল আপনার ত্বক উজ্জ্বল করে তুলবে। প্যাক তৈরি করতে ১ চা-চামচ বিশুদ্ধ গ্লিসারিনের সঙ্গে আধা চামচ গোলাপজল ভালো করে মিশিয়ে নিন। মুখ ও শরীরের ময়শ্চারাইজার হিসেবে এ মিশ্রণ ব্যবহার করতে পারেন।

পরামর্শ দিয়েছেন-শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

ই-মেইল: aj@ajkerpatrika.com

যেভাবে পারফিউম এল আমাদের জীবনে

নতুন বছরে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? এভাবে যত্ন নিলে উপকার মিলবে

রাজদরবার থেকে যেভাবে সাধারণের পাতে এল নান

শীতের দিনে ঘরে মায়াবী সুগন্ধ আর পরিচ্ছন্নতার সহজ পাঠ

১০ মিনিটের ধ্যানে কমাতে পারে মানসিক চাপ

বর্ষবরণের পানীয় হোক স্ট্রবেরি লেমোনেড

কেনাকাটার আসক্তি দূর করবেন যেভাবে

বর্ষবরণে যেসব শুভ রঙে নিজেকে সাজাতে পারেন

কফি দিয়ে তৈরি ডেজার্ট দিয়ে শুরু হোক নতুন বছর

জেন আলফা বদলে দিচ্ছে আগামীর খাদ্যাভ্যাস