বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদের লিখিত (এমসিকিউ) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) হাসিনা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার সকাল ১০টা থেকে এ পরীক্ষা একযোগে রাজধানীর ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের উল্লেখিত ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হয়েছে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র (মূল কপি) সঙ্গে আনতে হবে।
পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্যাগ ও ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে প্রার্থীদের নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করলে কিংবা কর্তব্যরত শিক্ষকের সঙ্গে অসদাচরণ করলে সংশ্লিষ্ট প্রার্থীর পরীক্ষা বাতিল করা হবে।