হোম > চাকরি > সরকারি

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক ২৫২ পদে নিয়োগ

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে সম্প্রতি অস্থায়ীভাবে ৩২টি পদে মোট ২৫২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ১টি (গ্রেড-১৩); উচ্চমান সহকারী ৭টি (গ্রেড-১৪); স্টোর হাউসম্যান ১০টি (গ্রেড-১৪); স্টোর হাউস সহকারী ৩টি (গ্রেড-১৪); সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৬টি (গ্রেড-১৪); ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ৪টি (গ্রেড-১৪); সহকারী এক্সিমিনার ৩টি (গ্রেড-১৪); ক্যাশিয়ার ১টি (গ্রেড-১৪); লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ৪টি (গ্রেড-১৪); নার্স ৪টি (গ্রেড-১৪); অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫৩টি (গ্রেড-১৬); স্টোরম্যান ২০টি (গ্রেড-১৬); জুনিয়র টাইমকিপার ১টি (গ্রেড-১৬); টেলিফোন অপারেটর ৮টি (গ্রেড-১৬); মোয়াজ্জিন ১টি (গ্রেড-১৬); ডার্করুম টেকনিশিয়ান ১টি (গ্রেড-১৬); কম্পোজিটর ১টি (গ্রেড-১৬); মিডওয়াইফ ১টি (গ্রেড-১৬); ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ৯টি (গ্রেড-১৭); বাইন্ডার ২টি (গ্রেড-১৭); ট্রেসার ৪টি (গ্রেড-১৭); আয়া ৩টি (গ্রেড-১৯); এমটি ক্লিনার ১টি (গ্রেড-১৯); ফায়ারম্যান ১৪টি (গ্রেড-১৯); অফিস সহায়ক (গ্রেড-২) ১৬টি (গ্রেড-২০); লস্কর ১টি (গ্রেড-২০); ওয়ার্ডবয় ৩টি (গ্রেড-২০); ফিল্ড হেলথ ওয়ার্কার ১টি (গ্রেড-২০); অদক্ষ শ্রমিক ৪৯টি (গ্রেড-২০); খাকরব ১৭টি (গ্রেড-২০); ওয়াসারম্যান ২টি (গ্রেড-২০); বারবার ১টি (গ্রেড-২০)।

বেতন স্কেল ও গ্রেড

১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩); ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪); ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬); ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬); ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭); ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯); ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে

আবেদনের বয়স

প্রার্থীর বয়স ৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখান থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৫ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।

সূত্র: বিজ্ঞপ্তি

এসিআই মটরসে চাকরি, ৩৮ বছরেও করা যাবে আবেদন

ঢাকায় নিয়োগ দেবে ওয়াটারএইড, বেতন ৯৪ হাজার টাকা

দুই জেলায় কর্মী নেবে আরএফএল, নেই বয়সসীমা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরীক্ষার ফল প্রকাশ

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

ব্যাংক এশিয়া পিএলসিতে চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৭৫ হাজার টাকা

সেলস অফিসার নেবে এসএমসি, থাকছে পারফরম্যান্স বোনাস

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদে পরীক্ষার সূচি, প্রার্থী ৬১১৩