হোম > চাকরি

বিমানে ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চলমান যাত্রীসেবার উন্নয়ন ও গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির জন্য ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিমানের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম (অতি. সচিব)।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক গ্রাহকসেবা মো. মতিউল ইসলাম চৌধুরীর (যুগ্ম সচিব) সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে বিমানের পরিচালকবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শফিউল আজিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীসেবার ক্রমাগত উন্নতি ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধিতে নতুন নিয়োগপ্রাপ্ত গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি নতুন নিয়োগপ্রাপ্তদের সততা, কর্মদক্ষতা ও পেশাদারির সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

শফিউল আজিম বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওয়ের দায়িত্ব গ্রহণ করার এক বছরে বিমানের বিভিন্ন পদে ১ হাজার ১০০ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে এবং ৫৫০ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধির জন্য আনুমানিক এক হাজার কোটি টাকার ইকুইপমেন্ট কেনা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৮৬ জনের চাকরি

১০ পদে চাকরি দেবে বিএসটিআই

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি

এক্সিকিউটিভ নেবে আখতার গ্রুপ, নিয়োগ ৬ জেলায়

কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, ৫০ বছরেও করা যাবে আবেদন

জ্বালানি কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার সূচি

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষা ৩১ জানুয়ারি

এসিআই মটরসে চাকরি, ৩৮ বছরেও করা যাবে আবেদন

ঢাকায় নিয়োগ দেবে ওয়াটারএইড, বেতন ৯৪ হাজার টাকা