হোম > চাকরি

রেলওয়েতে ২৩৫ নিয়োগ, পরীক্ষা এ বছরই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সহকারী স্টেশন মাস্টার পদে ২৩৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। 

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ৷ কমপক্ষে ২য় শ্রেণি থাকতে হবে। 

সরকারি অন্যান্য চাকরির মতোই এখানেও বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩০ বছর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে এবং ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর হয়েছে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তবে কোটায় আবেদন করলে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। 

আগ্রহীরা এই br.teletalk.com.bd ঠিকানায় আবেদন করতে পারবেন। 

লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এ নিয়োগ চূড়ান্ত করা হবে ৷ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক এবং বিভাগীয় নির্বাচন ও পদোন্নতি কমিটির আহ্বায়ক একেএম আব্দুল্লাহ আল বাকী জানিয়েছেন আবেদন প্রক্রিয়া শেষে আগামী ডিসেম্বরের মধ্যে লিখিত পরীক্ষা সম্পন্ন করা হবে। 

একেএম আব্দুল্লাহ আল বাকী বলেন, এ বছরই নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা ছিল আমাদের। তবে করোনার কারণে কিছুটা পিছিয়ে গেছি। তারপরেও এ বছরই পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে। আবেদনকারীর সংখ্যা দেখে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে ৷ 

সহকারী স্টেশন মাস্টার পদে বেতন ৯৭০০-২৩৪৯০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হয়। 

ব্যাংক এশিয়া পিএলসিতে চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৭৫ হাজার টাকা

সেলস অফিসার নেবে এসএমসি, থাকছে পারফরম্যান্স বোনাস

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদে পরীক্ষার সূচি, প্রার্থী ৬১১৩

স্থানীয় সরকার বিভাগের ৪ পদের ফল প্রকাশ

৬৭ হাজার শিক্ষকের বড় নিয়োগ

ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল চট্টগ্রাম

দুদকের নিয়োগ পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি

পরিবেশ অধিদপ্তরের পরীক্ষা ১৬ জানুয়ারি