হোম > চাকরি > সরকারি

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৪ জুন থেকে শুরু হবে এ পরীক্ষা। চলবে ২৬ জুন পর্যন্ত। ২৬তম ব্যাচ (পুরুষ) আনসার ব্যাটালিয়ন সিপাহি রিক্রুটমেন্টের সদস্যসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ পরীক্ষায় ৬টি জেলার প্রার্থীরা অংশ নেবেন। এর মধ্যে ঢাকা রেঞ্জের (শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল) পরীক্ষা ২৪ জুন সকাল ৭টায় গাজীপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে সকাল ৭টায় শুরু হবে।

এ ছাড়া রাজশাহী রেঞ্জের পরীক্ষা (রাজশাহী, জয়পুরহাট ও নাটোর) ২৬ জুন একই কেন্দ্রে ও একই সময়ে অনুষ্ঠিত হবে। গত ২১ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো অনলাইন থেকে প্রিন্ট করা আবেদনপত্র ও প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলম, পেনসিল, ফেল ও ক্লিপবোর্ড সঙ্গে নিয়ে আসতে হবে। প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমতো পৌরসভার মেয়র বা সিটি করপোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র সঙ্গে থাকতে হবে।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে ৯ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

৪৬তম বিসিএস: বুধ ও বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

মধুমতি ব্যাংকে রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট পদে চাকরির সুযোগ

বাংলাদেশ স্কাউটসে চাকরির সুযোগ

চাকরির সুযোগ দেবে শিল্পকলা একাডেমি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি

৫০ কর্মী নেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, এসএসসি পাসে আবেদন

ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ