হোম > চাকরি

৪০তম বিসিএস: নন–ক্যাডারে ফের আবেদন শুরু ৩১ আগষ্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মামলা সংক্রান্ত জটিলতার কারণে ফের ৪০তম বিসিএসের নন-ক্যাডার আবেদন আহ্বান করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন ঘোষণা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৬টা থেকে শুরু হবে আবেদন গ্রহণ। যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। 

আজ বুধবার রাতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত নন-ক্যাডার পদে পছন্দক্রম আহ্বান-সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ইতিমধ্যে পূরণকৃত ৪০তম বিসিএসের অনলাইন আবেদনপত্র অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদগুলো দৃশ্যমান হবে। দৃশ্যমান পদগুলো থেকে পছন্দক্রম উল্লেখ করে নন-ক্যাডার পদের জন্য নির্ধারিত অনলাইন ফরম জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে ৯ম থেকে ১২তম গ্রেডের ৪ হাজার ২৭২টি শূন্য পদের কথা উল্লেখ করা হয়।

এর আগে গত ১৯ জুন ৪০তম বিসিএসের নন-ক্যাডার আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে ৯ম থেকে ১২তম গ্রেডের ৪ হাজার ৪৭৮টি শূন্য পদের কথা উল্লেখ করা হয়। কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রথম শ্রেণির (গ্রেড-৯) সহকারী প্রকৌশলীর ১৫৬ পদে নিয়োগ নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

পিএসসি ৪০তম বিসিএসের নন-ক্যাডারের যে তালিকা প্রকাশ করেছে, তাতে এসব পদও নির্বাচন করার সুযোগ রাখা হয়েছিল। অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই ১৫৬ জনকে পিএসসি থেকে নিয়োগ না দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এতে এসব পদে নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে এ নিয়ে রিট হলে হাইকোর্টের আপিল বিভাগ সম্প্রতি ১৫৬ পদের নিয়োগে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন।

জানা গেছে, ৪০তম বিসিএসে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণের তালিকায় আছেন ৮ হাজার ১৬৬ জন চাকরিপ্রার্থী। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিধিসংক্রান্ত জটিলতায় নন-ক্যাডারদের নিয়োগ সুপারিশের তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। গত জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর সংশোধিত বিধিমালাটি যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সেখান থেকে এটি পাঠানো হয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে। এরপর ১৪ জুন সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়।

৬৭ হাজার শিক্ষকের বড় নিয়োগ

ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল চট্টগ্রাম

দুদকের নিয়োগ পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি

পরিবেশ অধিদপ্তরের পরীক্ষা ১৬ জানুয়ারি

ইসলামিক ফাউন্ডেশনের পরীক্ষার ফল প্রকাশ

সমন্বিত ৬ ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সূচি

এরিয়া ইনচার্জ ও জুনিয়র এরিয়া ম্যানেজার নেবে আকিজ গ্রুপ

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে সিঙ্গার

বিটিসিএলের হিসাবরক্ষক পদের ফল প্রকাশ

কর্মক্ষেত্রে প্রোডাকটিভিটি বাড়ানোর ১০ উপায়